লিস্টনের গোলের পর উল্লাস।
আর গোল হল না। দু’দলই আক্রমণ করলেও গোল করতে ব্যর্থ। আইএসএল-এ তৃতীয় ম্যাচে আটকে গেল সবুজ-মেরুন ব্রিগেড।
৬৬ মিনিট। দ্বিতীয়ার্ধে চাপ বাড়াচ্ছে দু’দলই। তবে চেন্নাইয়িনের আক্রমণ তুলনামূলক বেশি। যদিও এখনও গোল পায়নি তারা।
৬২ মিনিট। সামনে থেকে সুযোগ পেলেও গোল করতে পারলেন না কাউকো।
লাল কার্ড। বাগানের ফিজিয়ো লুইসকে লাল কার্ড দেখানো হল। দীপক এবং লুকাসের একটি ঝামেলাকে ঘিরে রেফারির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছিলেন। তাই রেফারি তাঁকে লাল কার্ড দেখালেন।
একটি ট্যাকল নিয়ে দু’দলের খেলোয়াড়দের মধ্যে ঝামেলা।
৪৫ মিনিট। গোওওওওওওল। সমতা ফেরাল চেন্নাইয়িন এফসি। দুর্দান্ত গোল করলেন ভ্লাদিমির কোমান।
২০ মিনিট। গোল খেয়েই প্রতি আক্রমণে উঠেছিল চেন্নাইয়িন। অল্পের জন্য বাঁচিয়ে দিলেন মোহনবাগান ডিফেন্ডাররা।
১৮ মিনিট। গোওওওওওওওল। লিস্টন কোলাসোর গোলে এগিয়ে গেল এটিকে মোহনবাগান।
৬ মিনিট। গোল লক্ষ্য করে এটিকে মোহনবাগানের প্রথম শট। মারলেন লিস্টন।
এই ম্যাচেও প্রথম একাদশে নেই তিরি।
মোহনবাগানের প্রথম একাদশ: অমরিন্দর, আশুতোষ, প্রীতম (অধিনায়ক), শুভাশিস, দীপক, জনি, মনবীর, লিস্টন, কৃষ্ণ এবং বুমোস।
কলকাতা ডার্বি জয়ের পর টানা দু’টি ম্যাচে হারতে হয়েছে। শনিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে নামার আগে এটিকে মোহনবাগান কোচ আন্তোনিয়ো লোপেস হাবাসের একটাই লক্ষ্য— হারের হ্যাটট্রিক বাঁচানো। ইতিমধ্যেই চিরশত্রু এসসি ইস্টবেঙ্গল হারের হ্যাটট্রিক করেছে। সেই জিনিস যেন তাঁর দলের সঙ্গেও না হয়, তার জন্য মরিয়া সবুজ-মেরুন কোচ।