Kerala Blasters FC

ISL 2021-22: চেন্নাইকে হারিয়ে তিন নম্বরে কেরল

অস্ট্রেলিয়ায় এ-লিগ চ্যাম্পিয়ন মেলবোর্ন সিটি এফসি থেকে সই করিয়েছেন উরুগুয়ের মিডফিল্ডার আদ্রিয়ান লুনাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ০৭:৫৮
Share:

উচ্ছ্বাস: দক্ষিণের ডার্বি জিতে কেরলের ফুটবলাররা। ছবি আইএসএল।

আইএসএল

Advertisement

চেন্নাইয়িন ০ কেরল ব্লাস্টার্স ৩

Advertisement

মুম্বই সিটি এফসি-র পরে এ বার কেরল ব্লাস্টার্স কাঁটায় বিদ্ধ চেন্নাইয়িন এফসি। বুধবার দক্ষিণের ডার্বিতে ৩-০ জিতে সাত ম্যাচে ১২ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থানে উঠে এলেন সাহাল আব্দুল সামাদরা।

দু’বার আইএসএলের ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি কেরল। গত মরসুমে দশম স্থানে শেষ করেছিল তারা। কোচ সার্বিয়ার ইভান ভুকোমানোভিচ এ বার নতুন ভাবে দল সাজিয়েছেন। অস্ট্রেলিয়ায় এ-লিগ চ্যাম্পিয়ন মেলবোর্ন সিটি এফসি থেকে সই করিয়েছেন উরুগুয়ের মিডফিল্ডার আদ্রিয়ান লুনাকে। রক্ষণ মজবুত করতে চেন্নাইয়িন এফসি থেকে নিয়েছেন এনাস সিপোভিচকে। এ ছাড়াও রয়েছেন আর্জেন্টিনীয় হর্হে দিয়াস, স্পেনীয় আলভারো ভাসকেস। সই করিয়েছেন ক্রোয়েশিয়ার জাতীয় দলে খেলা ডিফেন্ডার মার্কো লেসকোভিচকে। তা সত্ত্বেও উদ্বোধনী ম্যাচে এটিকে-মোহনবাগানের কাছে ২-৪ হেরে গিয়েছিল কেরল। পরের দু’টি খেলায় ড্র করেছিলেন হরমনজ্যোৎ সিংহ খাবরারা। চতুর্থ ম্যাচে ওড়িশা এফসিকে হারিয়ে চলতি আইএসএলে প্রথম জয় পায় কেরল। এর পরে এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করলেও দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় মুম্বইয়ের বিরুদ্ধে। এ বার কেরল হারাল চেন্নাইয়িনকে। বুধবার ম্যাচের শুরু থেকেই কেরলের আক্রমণের ঝড়ের সামনে খড়কুটোর মতো উড়ে যায় চেন্নাইয়িনের যাবতীয় প্রতিরোধ। নয় মিনিটেই লালথাথাঙ্গা খাওলরিংয়ের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন হর্হে। ৩৮ মিনিটে ২-০ করেন সামাদ।

চেন্নাইয়িনের সমর্থকেরা আশা করেছিলেন, মর্যাদার লড়াইয়ে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াবে দু’বারের আইএসএল চ্যাম্পিয়নরা। বেশ কয়েকটি পরিবর্তনও করেন চেন্নাইয়িন কোচ বোজ়িদার বান্দোভিচ। কিন্তু ৭৯ মিনিটে কেরলকে ৩-০ এগিয়ে দেন লুনা। ষষ্ঠ স্থানে নামল চেন্নাইয়িন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement