হতাশ: প্রথম ম্যাচে গোল পেলেন না সুনীল। ছবি আইএসএল।
আইএসএল
বেঙ্গালুরু ৪ নর্থ ইস্ট ২
ছয় গোলের থ্রিলার! শনিবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে ৪-২ হারিয়ে অষ্টম আইএসএলে যাত্রা শুরু করল বেঙ্গালুরু এফসি।
গোয়ার বাম্বোলিম স্টেডিয়ামে শনিবার প্রবল বৃষ্টির মধ্যে ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় বেঙ্গালুরু। উদান্ত সিংহের পাস থেকে গোল করে ১-০ করেন ক্লেটন সিলভা। কিন্তু তিন মিনিটের মধ্যেই সুহের ভি পি-র পাস থেকে ১-১ করে দেন ডেসহর্ন ব্রাউন।
বেঙ্গালুরু সমর্থকদের কাছে গত মরসুমের আইএসএল হয়ে উঠেছিল আতঙ্কের। সপ্তম স্থানে শেষ করেছিলেন সুনীলরা। দুই পর্বেই নর্থ ইস্টের সঙ্গে ড্র করেছিলেন তাঁরা।
অষ্টম আইএসএলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নতুন ভাবে দল সাজিয়েছেন ক্লাব কর্তারা। কিন্তু নর্থ ইস্টকে হারিয়ে যাত্রা শুরু করার পরেও স্বস্তিতে থাকার উপায় নেই বেঙ্গালুরু সমর্থকদের। অধিনায়ক সুনীল, ক্লেটন সিলভা, প্রিন্স ইবারা, উদান্ত সিংহদের নিয়ে গড়া আক্রমণভাগ যতটা শক্তিশালী, রক্ষণের অবস্থা ততটাই বেহাল।
এএফসি কাপে দুই ডিফেন্ডার অ্যালান কোস্তা ও মুস্তাফা কিং চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। শনিবারও ছবিটা বদলাল না। নর্থ ইস্টের দু’টি গোলের জন্যই দায়ী বেঙ্গালুরুর রক্ষণ।
আইএসএলের একমাত্র ভারতীয় কোচ খালিদ জামিল নর্থ ইস্টের দায়িত্বে। তাঁর রণকৌশলই ছিল শুরু থেকে সুনীলকে চক্রব্যূহে বন্দি করে রাখা। খালিদের পরিকল্পনা আংশিক সফল।কারণ সুনীলের অভাব বুঝতে দেননি উদান্ত ও ক্লেটন। ম্যাচের শেষ দিকে হাঁটুতে চোটও পান বেঙ্গালুরু অধিনায়ক। ২২ মিনিটে আবার এগিয়ে যায় বেঙ্গালুরু। নর্থ ইস্টের ডিফেন্ডার মাসহুর শেরিফ নিজের গোলেই বল ঢুকিয়ে দেন। ২৫ মিনিটে ফের বেঙ্গলুরুর ডিফেন্ডারদের ভুলে ২-২ করেন মাথিয়াস কুঁহা। প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে ৩-১ করেন জয়েশ রানে। পরিবর্ত হিসাবে নেমে ৮১ মিনিটে ৪-২ করেন প্রিন্স।