সুনীল ছেত্রী। —ফাইল চিত্র।
কলকাতায় নিজের বিদায়ী ম্যাচ খেলবেন বলে জানিয়ে দিয়েছেন সুনীল ছেত্রী। আগামী ৬ জুন যুবভারতীতে হবে সেই ম্যাচে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় কুয়েতের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করলেন ভারতের ফুটবল দলের কোচ ইগর স্তিমাচ।
প্রাথমিক ভাবে ৪০ সদস্যের দল ঘোষণা করেছিলেন স্তিমাচ। তাঁদের নিয়ে ভুবনেশ্বরে চার সপ্তাহের শিবির চলছে। ৪০ জনের মধ্যে আট জনকে আগেই ছেড়ে দিয়েছেন স্তিমাচ। বাকি ৩২ জনের মধ্যে ২৭ জনকে নিজের দলে রেখেছেন তিনি। শিবির চলাকালীনই কুয়েতের বিরুদ্ধে দল ঘোষণা করেছেন স্তিমাচ।
২৯ মে পর্যন্ত ভুবনেশ্বরে প্রস্তুতি সারবেন এই ফুটবলারেরা। তার পরে কলকাতা আসবেন তাঁরা। ৬ জুন কুয়েতের বিরুদ্ধে খেলার পরে ১১ জুন কাতারে গিয়ে তাদের বিরুদ্ধে খেলবে ভারত। সেই দল এখনও জানাননি কোচ। এই দুই ম্যাচের উপরেই নির্ভর করছে ভারত বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পরের রাউন্ডে যাবে কি না। তাই কোনও ঝুঁকি নিতে চাইছেন না স্তিমাচ।
সুনীল জানিয়ে দিয়েছেন, ৬ জুন খেলে অবসর নেবেন তিনি। সেই ম্যাচকে স্মরণীয় করে রাখতে চাইছেন স্তিমাচ। দলের ফুটবলারদের কাছে তিনি আবেদন করেছেন, জিতে সুনীলকে বিদায় জানাতে।
ভারতের ২৭ জনের দল—
গোলরক্ষক— গুরপ্রীত সিংহ সান্ধু, অমরিন্দর সিংহ, বিশাল কাইথ।
ডিফেন্ডার— অময় রানাওয়াড়ে, আনোয়ার আলি, জয় গুপ্ত, লালচুংনুঙ্গা, মেহতাব সিংহ, নরেন্দর গহলৌত, নিখিল পুজারি, রাহুল ভেকে, শুভাশিস বসু।
মিডফিল্ডার— অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফের্নান্দেস, এডমুন্ড লালরিন্ডিকা, জিকসন সিংহ, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মহেশ সিংহ নাওরেম, নন্দকুমার, সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিংহ।
স্ট্রাইকার— ডেভিড, মনবীর সিংহ, রহিম আলি, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিংহ।