India

India Women's Football: মালদিনির দেশে পরীক্ষা ভারতের মেয়েদের

বিশ্বকাপ হবে অক্টোবর-নভেম্বরে। তার আগে আরও একটা প্রস্তুতি প্রতিযোগিতায় খেলবে ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ জুন ২০২২ ০৭:০৫
Share:

প্রতীকী ছবি।

পাখির চোখ অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ। তারই প্রস্তুতি নিতে ভারতীয় মেয়েরা ইটালিতে খেলবে চার দেশের প্রতিযোগিতা। আজ, বুধবার প্রথম ম্যাচ পাওলো মালদিনির দেশের সঙ্গে উডিনের গ্রাদিস্কা ডিলোসোঞ্জো স্টেডিয়ামে।

Advertisement

বিশ্বকাপ হবে অক্টোবর-নভেম্বরে। তার আগে আরও একটা প্রস্তুতি প্রতিযোগিতায় খেলবে ভারত। টমাস দেনারবির কোচিংয়ে মেয়েরা জামশেদপুরে দীর্ঘ শিবিরও করেছেন। ইটালি ছাড়াও উডিনের প্রতিযোগিতায় মেয়েদের সামলাতে হবে শক্তিশালী মেক্সিকোকে।

দেনারবি অবশ্য আপাতত ইটালিকে নিয়েই বেশি ভাবছেন। ‘‘ইটালির সঙ্গে খেলতে হবে ওদের নিজেদের দেশে। স্বভাবতই এটা খুব কঠিন পরীক্ষা। আমি ফল নিয়ে ভাবছি না। মেয়েরা লড়াইটা ঠিকঠাক করলেই খুশি হব। আমাকে দেখতে হবে, মেয়েরা ক্রমশ নিজেদের খেলায় উন্নতি করতে পারছে কি না,’’ বলেছেন ভারতের কোচ। তাঁর সংযোজন, ‘‘যত দিন যাচ্ছে, তত মেয়েরা নিজেদের মানিয়ে নিচ্ছে। ওরা জানে, ঠিক কী ভাবে খেলা দরকার।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement