I League

এ বারের আই লিগে খেলতে পারবে ক’জন বিদেশি? জানিয়ে দিল কমিটি

ম্যাচের দিন দলে পাঁচ জন বিদেশি এবং এক জন এশীয় কোটার ফুটবলার রাখা যাবে। প্রথম একাদশে যদিও সকলকে নামানো যাবে না।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪৭
Share:

গত বারের আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম। —ফাইল চিত্র

আই লিগের দলগুলি স্কোয়াডে মোট সাত জন বিদেশি রাখতে পারবে। কিন্তু প্রথম একাদশে খেলতে পারবে মাত্র চার জন। এঁদের মধ্যে এক জন অবশ্যই এশীয় কোটার বিদেশি হতে হবে। এমনটাই জানাল আই লিগ কমিটি।

Advertisement

ম্যাচের দিন দলে পাঁচ জন বিদেশি এবং এক জন এশীয় কোটার ফুটবলার রাখা যাবে। প্রথম একাদশে যদিও সকলকে নামানো যাবে না। প্রয়োজন বিদেশির বদলে বিদেশি নামানো যাবে। ভারতের কোচ ইগর স্তিমাচ বিদেশির সংখ্যা বাড়ানোর পক্ষে ছিলেন না। তিনি চান ভারতীয় ফুটবলাররা বেশি করে খেলার সুযোগ পাক। লিগ কমিটির বৈঠকের পর সর্বভারতীয় ফুটবল সংস্থার পক্ষ থেকে বলা হয়, “ম্যাচের দিন দলে বেশি বিদেশি রাখা যাবে। মোট ছ’জন বিদেশি রাখা যাবে দলে। এর মধ্যে এক জন এশীয় কোটার বিদেশি। মাঠে নামতে পারবেন চার জন। তাঁদের মধ্যে এক জন অবশ্যই এশীয় কোটার বিদেশি অথবা ভারতীয় ফুটবলার।”

আই লিগের দ্বিতীয় ডিভিসনে যদিও কোনও বিদেশি ফুটবলার খেলতে পারবেন না। সেই লিগে অনূর্ধ্ব-২২ ফুটবলার খেলানোও বাধ্যতামূলক নয়। সেই সঙ্গে মেয়েদের আই লিগও ভারতের বিভিন্ন মাঠে হবে বলে জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement