কে সেরা? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (বাঁ দিকে) না লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।
কে সেরা ফুটবলার? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না লিয়োনেল মেসি? এক দশকের বেশি সময় ধরে ফুটবল সমর্থকদের দু’ভাগে ভাগ করে দিয়েছেন এই দুই ফুটবলার। তাঁদের মধ্যে কে সেরা সেই তর্ক হয়তো কোনও দিন থামবে না। তবে গোলের নিরিখে মেসিকে টেক্কা দিয়েছেন রোনাল্ডো। সেই বার্তা দিয়ে কী বোঝাতে চাইলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? তাঁর এই বার্তা কি মেসিকে লক্ষ্য করে?
সম্প্রতি পর্তুগিজ ফুটবল সংস্থা পুরস্কার দিয়েছে রোনাল্ডোকে। ৩৯ বছরের এই ফুটবলার কেরিয়ারে ৯০৮টি গোল করেছেন। সেখানে মেসি করেছেন ৮৫০ গোল। কেরিয়ারের শেষ দিকে রয়েছেন রোনাল্ডো। এই মরসুমেও সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে ১৫টি ম্যাচে ১৩টি গোল করেছেন তিনি।
আর ৯২টি গোল করলে প্রথম ফুটবলার হিসাবে ১০০০ গোল করবেন রোনাল্ডো। তিনি আর কত দিন খেলবেন সেই বিষয়ে কিছু বলেননি। তবে ১০০০ গোল ছোঁয়া যে তাঁর লক্ষ্য তা জানিয়ে দিয়েছেন। রোনাল্ডো বলেন, “১০০০টা গোল করতে পারলে খুব ভাল লাগবে। আমি সেই লক্ষ্যে পৌঁছতে চাই। কিন্তু যদি ১০০০ গোল না-ও হয় তবুও বিশ্বে ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোলের মালিক আমি।”
এখন খুব বেশি দূরে তাকাতে চান না রোনাল্ডো। জীবনকে ছোট ছোট ভাগে ভাগ করে নিয়েছেন তিনি। রোনাল্ডো বলেন, “আমি এখন বেশি দূরের কথা ভাবি না। তা হলেই বেশি চাপ পড়ে। বর্তমানে বাঁচতে চাই। ছোট ছোট লক্ষ্য নিয়ে এগোতে চাই। আমি জানি আমি কী করতে পারি।”
২০২৬ সালে আমেরিকায় হবে ফুটবল বিশ্বকাপ। সেই বিশ্বকাপে রোনাল্ডো খেলবেন কি না তা নিশ্চিত নয়। যদি তত দিন তিনি খেলেন তা হলে হয়তো ১০০০ গোলের কাছে পৌঁছনোর একটা সুযোগ থাকবে। গত বার মেসি বিশ্বকাপ জিতেছেন। গত দু’বার কোপা আমেরিকাও জিতেছেন তিনি। রোনাল্ডো-মেসি লড়াইয়ে সেই কারণে খানিকটা হলেও এগিয়ে আর্জেন্টিনার ফুটবলার। সেই কারণেই কি কেরিয়ারে নিজের গোলের কথা জানিয়ে মেসিকে বার্তা দিলেন রোনাল্ডো। জানাতে চাইলেন, এখনও লড়াই শেষ হয়নি।