Lionel Messi

৫ ক্লাব: প্যারিস সঁ জরমঁ থেকে যেখানে যোগ দিতে পারেন লিয়োনেল মেসি

বিশ্বকাপ জয়ের পর থেকে মেসি নিজে অন্য ক্লাবে যেতে মরিয়া। অনেক ক্লাবেরই আর্থিক ক্ষমতা নেই মেসিকে নেওয়ার। তবে বেশ কিছু ক্লাব মেসিকে নেওয়ার ক্ষমতা রাখে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০২
Share:

আগামী মরসুমেই নতুন ক্লাবে যেতে চাইছেন লিয়োনেল মেসি। পিএসজি-তে গন্ডগোল ক্রমেই বাড়ছে। ফাইল ছবি

মোহভঙ্গ হয়েছে প্যারিস সঁ জরমেঁর প্রতি। তাই আগামী মরসুমেই নতুন ক্লাবে যেতে চাইছেন লিয়োনেল মেসি। পিএসজি-তে গন্ডগোল ক্রমেই বাড়ছে। নেমার এবং কিলিয়ান এমবাপের সঙ্গে থাকলেও মেসি নিজে খুশি হতে পারছেন না। তাঁকে নিয়ে অখুশি এমবাপেও। তাই বিশ্বকাপ জয়ের পর থেকে মেসি নিজেও অন্য ক্লাবে যেতে মরিয়া। অনেক ক্লাবেরই আর্থিক ক্ষমতা নেই মেসিকে নেওয়ার। তবে বেশ কিছু ক্লাব মেসিকে নেওয়ার ক্ষমতা রাখে। তার মধ্যেই পাঁচটি ক্লাবের নাম উল্লেখ করল আনন্দবাজার অনলাইন:

Advertisement

ইন্টার মিয়ামি

এই ক্লাবের মালিক ডেভিড বেকহ্যাম। কোচ পুরনো সতীর্থ ফিল নেভিল। বহু দিন ধরেই মেসিকে সই করাতে চাইছেন তিনি। আর্থিক সঙ্গতিও রয়েছে। তাঁকে আমেরিকার লিগের সবচেয়ে দামি ফুটবলার বানাতে চায় মিয়ামি। মেসি নিজেও মিয়ামির সমর্থক। মাঝেমাঝেই ছুটি কাটাতে সেই শহরে যান।

Advertisement

বার্সেলোনা

পুরনো ক্লাবেও ফিরতে পারেন মেসি। আগেও বার্সেলোনা-প্রেমের কথা বহু বার প্রকাশ্যে এসেছে। মেসি যে খুশি মনে বার্সেলোনা ছেড়ে যাননি এটাই প্রত্যেকেই জানেন। এখনকার কোচ তথা প্রাক্তন সতীর্থ জাভির ডাকে মেসি সাড়া দিতেই পারেন। তবে মেসিকে নেওয়ার মতো অর্থ বার্সার রয়েছে কি না, সেটাই দেখার।

ম্যাঞ্চেস্টার সিটি

অর্থের কোনও অভাব নেই। তারকাখচিত দলে মেসি নিজে যেতে কতটা আগ্রহ দেখাবেন তা অবশ্য অজানা। তবে কোচ পেপ গুয়ার্দিওলার জন্যে এই ক্লাবে যেতে পারেন। গুয়ার্দিওলা এবং মেসি জুটি অতীতে বার্সেলোনাকে অনেক সাফল্য এনে দিয়েছে। এখনও সুযোগ পেলেই গুয়ার্দিওলার মুখে মেসি-বন্দনা শোনা যায়।

আল-হিলাল

রোনাল্ডো কিছু দিন আগে যোগ দিয়েছেন আল নাসেরে। এ বার পাল্টা শত্রু ক্লাব আল হিলাল তুলে নিতে চায় মেসিকে। রোনাল্ডোর থেকেও বেশি অর্থের প্রস্তাব মেসিকে দিয়েছে তারা। ২০৩০ বিশ্বকাপের আয়োজন করতে পারে সৌদি আরব। ইতিমধ্যেই সে কাজে প্রচারের জন্য মেসিকে নিযুক্ত করেছে তারা।

নিউওয়েলস ওল্ড বয়েজ

অতীতে বার বার মেসি বলেছেন, সুযোগ থাকলে নিজের দেশের ক্লাবে খেলে কেরিয়ার শেষ করতে চান। তাই ছোটবেলার ক্লাবে ফিরে যেতে পারেন তিনি। মেসিকে নেওয়ার অর্থ তারা দিতে পারবে না। স্রেফ আবেগের বশেই ক্লাবের হয়ে খেলতে পারেন মেসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement