ক্রিকেট বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ফুটবল বিশ্বকাপে মন দিতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। কোন দেশকে সমর্থন করবেন তিনি? —ফাইল চিত্র
এ বারের ফুটবল বিশ্বকাপ দেখতে মুখিয়ে রবিচন্দ্রন অশ্বিন। তবে ব্রাজিল বা আর্জেন্টিনা নয়, তিনি দেখতে চাইছেন স্পেনের খেলা। ভারতীয় দলের স্পিনার জানিয়েছেন, তিনি স্পেনের সমর্থক। তাই তিনি চান, কাতারে ভাল খেলুক লুই এনরিকের দলের ফুটবলাররা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরে এসেছেন অশ্বিন। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্রামে তিনি। ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগে সংবাদমাধ্যমে অশ্বিন বলেছেন, ‘‘আমি বরাবরই স্পেনের সমর্থক। এই বছর ওরা কেমন খেলবে জানি না। কিন্তু ওদের খেলা দেখতে মুখিয়ে আছি। এ বার দলে অনেক তরুণ ফুটবলার রয়েছে। আশা করছি স্পেন ভাল খেলবে।’’
প্রতি বছর বিশ্বকাপে নজর কাড়েন তরুণ ফুটবলাররা। তারকা হয়ে ওঠার মঞ্চে এ বার কাড়া ভাল খেলবেন সে দিকেই তাকিয়ে অশ্বিন। তিনি বলেছেন, ‘‘গত বারের বিশ্বকাপে ফ্রান্সের কিলিয়ান এমবাপের খেলা খুব ভাল লেগেছিল। আশা করছি এ বারেও সে রকম কারও খেলা দেখতে পাব। আর সেটা যেন স্পেনেরই কেউ হয়।’’
বিশ্বকাপে কঠিন গ্রুপে রয়েছে স্পেন। গ্রুপ পর্বে জার্মানি, জাপান ও কোস্টারিকার বিরুদ্ধে খেলতে হবে তাদের। দল নির্বাচনের ক্ষেত্রেও কড়া পদক্ষেপ করেছেন কোচ এনরিকে। ডেভিড দ্য হিয়া, জেরার্ড পিকের মতো তারকাদের দলে রাখেননি তিনি। বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন পিকে। এ বার তরুণদের নিয়ে স্বপ্ন দেখছেন এনরিকে। স্বপ্ন দেখছেন অশ্বিনও।