রোহিত শর্মা বিশ্রামে থাকায় কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন হার্দিক পাণ্ড্য (ডান দিকে)। —ফাইল চিত্র
ভারত বনাম নিউজ়িল্যান্ড সিরিজ় টেলিভিশনে দেখতে পাবেন ভারতীয় দর্শকরা। প্রথমে জানা গিয়েছিল, এই সিরিজ়ের ম্যাচগুলি টেলিভিশনে দেখানো হবে না। কিন্তু শেষ পর্যন্ত দূরদর্শন জানিয়েছে, তারা খেলা দেখাবে।
ভারতে খেলার সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস ও সোনি স্পোর্টস জানিয়ে দিয়েছিল, তারা ভারত-নিউজ়িল্যান্ড সিরিজ় দেখাবে না। অবশেষে দূরদর্শন স্পোর্টস চ্যানেল জানিয়েছে, সম্প্রচারের দায়িত্ব নিয়েছে তারা। এর আগে ভারতের ওয়েস্ট ইন্ডিজ় সফরেরও সম্প্রচার করেছিল দূরদর্শন স্পোর্টস।
টেলিভিশন ছাড়া ডিজিটাল মাধ্যমেও দেখা যাবে ভারত-নিউজ়িল্যান্ড সফর। অর্থাৎ, পথে-ঘাটে বা কাজের ফাঁকেও খেলা দেখে নেওয়া যাবে। তার জন্য থাকতে হবে ‘অ্যামাজ়ন প্রাইম’ অ্যাপ। এই অ্যাপে সরাসরি খেলা দেখানো হবে। তবে বিনামূল্যে খেলা দেখতে পাবেন না দর্শকরা। তার জন্য প্রথমে প্লে-স্টোরে গিয়ে অ্যামাজ়ন প্রাইম অ্যাপ ইনস্টল করতে হবে। তার পরে সাবস্ক্রাইব করতে হবে। তবেই খেলা দেখতে পাবেন কেউ।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ১৮ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ় শুরু ভারতের। প্রথম ম্যাচ ওয়েলিংটনে। ২০ নভেম্বর দ্বিতীয় ম্যাচ হবে বে ওভালে। টি-টোয়েন্টি সিরিজ়ের শেষ ম্যাচে ২২ নভেম্বর নেপিয়ারে মুখোমুখি হবে দু’দল। টি-টোয়েন্টি সিরিজ়ের পরে হবে এক দিনের সিরিজ। ২৫ নভেম্বর অকল্যান্ডে প্রথম এক দিনের ম্যাচ। পরের এক দিনের ম্যাচ ২৭ নভেম্বর হ্যামিল্টনে। ৩০ নভেম্বর ক্রাইস্টচার্চে তৃতীয় এক দিনের ম্যাচ খেলে শেষ হবে সিরিজ়।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজ়ের দল: হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), ঋষভ পন্থ, শুভমন গিল, ঈশান কিশান, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, হর্ষল পটেল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের এক দিনের সিরিজ়ের দল: শিখর ধবন (অধিনায়ক), ঋষভ পন্থ, শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, শাহবাজ় আহমেদ, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, দীপক চাহার, কুলদীপ সেন এবং উমরান মালিক।