FIFA World Cup 2022

বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনের প্রতিপক্ষ কে? কাদের বিরুদ্ধে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন জাপান

স্পেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গিয়েছে জাপান। সেখানে কাদের বিরুদ্ধে খেলবে তারা? অন্য দিকে প্রি-কোয়ার্টার ফাইনালে স্পেন কাদের বিরুদ্ধে খেলতে নামবে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ ০৯:২৫
Share:

গোল করে উচ্ছ্বাস জাপানের ফুটবলারদের। অন্য দিকে হতাশ স্পেনের ফুটবলাররা। ছবি: রয়টার্স

জাপানের কাছে হেরে গিয়ে গ্রুপ ই থেকে দ্বিতীয় হয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। অন্য দিকে জার্মানির পরে এ বার স্পেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে জাপান। প্রি-কোয়ার্টার ফাইনালে তারা কাদের বিরুদ্ধে খেলবে?

Advertisement

বিশ্বকাপের সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ ই ও গ্রুপ এফ-এর চার দলের খেলা হবে নিজেদের মধ্যে। গ্রুপ ই-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ এফ-এর দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ এফ-এর শীর্ষে থাকা দল খেলতে গ্রুপ ই-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে।

গ্রুপ ই-র শীর্ষে রয়েছে জাপান। দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। অন্য দিকে গ্রুপ এফ-এর শীর্ষে রয়েছে মরক্কো। দ্বিতীয় স্থানে শেষ করেছে ক্রোয়েশিয়া।

Advertisement

এই সূচি অনুযায়ী, জাপানের বিরুদ্ধে খেলবে ক্রোয়েশিয়া। ৫ ডিসেম্বর, সোমবার আল জানিয়ুব স্টেডিয়ামে হবে সেই খেলা। ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে শুরু হবে খেলা।

অন্য দিকে স্পেনের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলবে মরক্কো। ৬ ডিসেম্বর, মঙ্গলবার এডুকেশন সিটি স্টেডিয়ামে হবে সেই খেলা। ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে শুরু হবে ম্যাচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement