জাপানের কাছে হেরে গেলেন ন্যুয়েররা। ছবি: রয়টার্স
মঙ্গলবার আর্জেন্টিনা। বুধবার জার্মানি। এ বারের বিশ্বকাপে আরও এক শক্তিধর প্রতিপক্ষকে হারতে হল এশিয়ার এক দেশের কাছে। বিশ্বকাপে আবার প্রথম ম্যাচে হেরে গেল জার্মানি। লিয়োনেল মেসিদের মতোই প্রথম ম্যাচে হেরে হতাশ হতে হল ম্যানুয়েল ন্যুয়ের, টমাস মুলারদের। তথ্য বলছে, এ বারই কিন্তু প্রথম বার জার্মানি প্রথম ম্যাচ হেরে শুরু করেনি। এর আগে তিন বার ঘটেছে এই ঘটনা। তবে আর্জেন্টিনার থেকে এ ব্যাপারে রেকর্ড ভাল জার্মানির।
১৯৩০ সালের বিশ্বকাপে জার্মানি খেলেনি। ১৯৩৪-এ প্রথম বার বিশ্বকাপ খেলে তারা। সে বার প্রথম ম্যাচেই সুইৎজারল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে যায় তারা। সে বার প্রথম থেকেই নকআউট পদ্ধতিতে খেলা হয়। প্রথম ম্যাচ সুইৎজারল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে যায় তারা। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল ১-১। টাইব্রেকারে ৪-২ জিতে যায় সুইৎজারল্যান্ড।
এর পর দীর্ঘ দিন প্রথম ম্যাচে হারতে হয়নি জার্মানিকে। মাঝে শুধু ১৯৬২ এবং ১৯৭৮ সালে প্রথম ম্যাচে ড্র করেছিল তারা। ইটালি এবং পোল্যান্ডের বিরুদ্ধে সেই দু’টি ম্যাচই শেষ হয়েছিল গোলশূন্য ব্যবধানে। এর পর আবার ১৯৮২ সালে প্রথম ম্যাচে হারে জার্মানি। আলজেরিয়ার কাছে ১-২ ব্যবধানে হেরে যায় তারা। তখন তারা পশ্চিম জার্মানি নামে বিশ্বকাপে খেলত। সে বার রানার্স হয় তারা। অনেকটাই ১৯৯০ সালের আর্জেন্টিনার মতোই।
তাজ্জব হলেও এটাই সত্যি, গত বারের বিশ্বকাপেও প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হেরে শুরু করেছিল জার্মানি। হার্ভিং লোজানোর গোল সে বার অবিশ্বাস্য ভাবে জয় এনে দেয় মেক্সিকোকে। এ বার জাপান স্বপ্ন ভেঙে দিল জার্মানদের।