সৌদি আরবের পর্যটন দূত হওয়ার পরে জেড্ডা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানো হচ্ছে। ছবি: সৌদি আরবের পর্যটন দফতর
যে সৌদি আরবের কাছে হেরে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান অনিশ্চিত হয়ে পড়েছে, সেই সৌদি আরবের পাশেই দাঁড়াতে চলেছেন লিয়োনেল মেসি। তাঁর সঙ্গে নাকি চুক্তি হয়ে গিয়েছে সৌদির। ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে চায় সৌদি। এই প্রস্তাবে নাকি মেসিকে পাশে পেয়েছে তারা। ঘটনাচক্রে, ২০৩০ সালে বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনাও। কিন্তু মেসিকে পাশে পাচ্ছে না তারা।
সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, সৌদি আরবের বিশ্বকাপ আয়োজনের আবেদনের পাশে দাঁড়াবেন মেসি। তার জন্য নাকি মেসির সঙ্গে আর্থিক চুক্তিও হয়েছে সৌদির। যদিও এই বিষয়ে আর্জেন্টিনা বা মেসি এখনও কিছু জানাননি।
তবে এই প্রথম মেসি সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছেন তা নয়, এর আগে সে দেশের পর্যটনকে তুলে ধরতে এগিয়ে এসেছিলেন তিনি। মেসির আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রস্তাব দিয়েছিল সৌদি। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রোনাল্ডো। তাঁকে ৪৯ কোটি টাকা দিতে চেয়েছিল সৌদি। রোনাল্ডো রাজি হননি। মেসি অবশ্য অনেক বেশি টাকা নিয়েছেন। ২৪৩ কোটি টাকার চুক্তি করেছিলেন তিনি।
২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য আবেদন করেছে বেশ কয়েকটি দেশ। মিশর ও গ্রিসের সঙ্গে মিলে আবেদন করেছে সৌদি। অন্য দিকে স্পেন ও পর্তুগাল একসঙ্গে বিশ্বকাপ আয়োজন করতে চাইছে। লাতিন আমেরিকার চার দেশ আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলি একসঙ্গে আবেদন করেছে। কিন্তু নিজের দেশের পাশে না দাঁড়িয়ে সৌদির পাশে দাঁড়াতে পারেন মেসি।