প্রথম গোলের পর উচ্ছ্বাস বেলিংহ্যাম, মাউন্টের। ছবি: রয়টার্স
ইরানের বিরুদ্ধে প্রথম ম্যাচের প্রথমার্ধেই ঝলমলে ইংল্যান্ড। হ্যারি কেনের দল প্রথম ৪৫ মিনিটে এগিয়ে ৩-০ ব্যবধানে। গোল করেছেন জুড বেলিংহ্যাম, বুকায়ো সাকা এবং রহিম স্টার্লিং। ম্যাচের ফলাফল যা, তাতে প্রথম ম্যাচে কার্যত জয় নিশ্চিত ইংল্যান্ডের।
প্রথম দিকে একটু দাপট ছিল ইরানের। শুরু থেকেই ইংল্যান্ড আক্রমণের ঝড় তুললেও ইরানের ডিফেন্ডাররা প্রাণপণে দুর্গ রক্ষা করছিলেন। কিন্তু গোলকিপার আলিরেজা বেইরানভান্দের চোট পাওয়া ইরানের আত্মবিশ্বাস কিছুটা হলেও কমিয়ে দেয়। সেই সুযোগটাই নেন গ্যারেথ সাউথগেটের ছেলেরা। ৩২ মিনিটের মাথায় প্রথম গোল জুড বেলিংহ্যামের। লুক শ-র ক্রস থেকে অরক্ষিত অবস্থায় থাকা বেলিংহ্যাম বল জালে জড়ান।
দ্বিতীয় গোল আসে ৪৩ মিনিটে। কিয়েরান ট্রিপিয়ারের কর্নার থেকে হ্যারি ম্যাগুয়েরের হেড পেয়ে বল জালে জড়ান বুকায়ো সাকা। তৃতীয় গোল দু’মিনিট পরেই। গোলকিপার জর্ডান পিকফোর্ডের পাস সরাসরি যায় হ্যারি কেনের কাছে। তিনি স্টার্লিংকে পাস দেন। স্টার্লিং ভুল করেননি গোল করতে।