FIFA World Cup 2022

মরক্কোকে হারিয়ে জিতল ক্রোয়েশিয়া

তৃতীয় স্থানের ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে মরক্কো। ম্যাচে প্রথমে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। পর ক্ষণেই সমতা ফেরায় মরক্কো।

Advertisement
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ২০:৫৮
Share:

গোলের পর ক্রোয়েশিয়ার উল্লাস। ছবি: রয়টার্স

শনিবার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় স্থানের ম্যাচে খেলতে নেমেছে ক্রোয়েশিয়া এবং মরক্কো। গ্রুপের দুই দল মুখোমুখি হয়েছিল। সে বার গোলশূন্য ড্র হয়।

Advertisement
  • গোওওওওওল। মরক্কো বক্সে একাধিক পাস খেললেন ক্রোয়েশিয়ার ফুটবলার। বক্সের কোনাকুনি জায়গা থেকে দারুণ শটে গোল করলেন ওরসিচ। পোস্টে লেগে জালে জড়াল বল।
  • গোওওওওল। এক মিনিট পরেই গোল শোধ। মরক্কো সমতা ফেরাল সেই ফ্রিকিক থেকেই। হাকিম জিয়েচ ফ্রিকিক নিয়েছিলেন। মায়ের ক্লিয়ার করতে গিয়ে পিছন দিকে হেড দেন। সেই বলে মাথা ছুঁইয়ে গোল দারির।
  • গোওওওওওল। ক্রোয়েশিয়াকে এগিয়ে দিলেন জসকো গাভার্দিয়ল। বক্সের বাইরে থেকে নেওয়া লুকা মদ্রিচের ফ্রিকিক হেডে গোলমুখে ক্রস করেন ইভান পেরিসিচ। চলতি বলে হেড করে গোল করলেন গাভার্দিয়ল।
  • প্রথম থেকে মরক্কোর উপর বেশি চাপ রাখার চেষ্টা রাখার চেষ্টা করছে ক্রোয়েশিয়া।
  • শুরু থেকেই দুই দল আক্রমণের রাস্তা বেছে নিয়েছে। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement