ব্রুনোর গোলের পর রোনাল্ডোর উচ্ছ্বাস। ছবি: রয়টার্স
বক্সে ট্যাকল করতে গিয়ে হাতে বল লাগল জিমেনেজের। পেনাল্টি থেকে গোল করলেন ব্রুনো।
খেলার আর কিছু ক্ষণ বাকি। গোল শোধ করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে উরুগুয়ে।
গোল করার লক্ষ্যে সুয়ারেসকে নামিয়ে দিল উরুগুয়ে। তার পরেই উরুগুয়ের খেলায় আরও ঝাঁজ লক্ষ্য করা যাচ্ছে। গোমেজের শট লাগে পোস্টে। বার বার আক্রমণ করছে উরুগুয়ে। ফ্রিকিক থেকে সুয়ারেসের বাঁ পায়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হল।
গোল নিয়ে অনেক ক্ষণ ধন্দ ছিল। তার পরে স্টেডিয়ামেই জানানো হল, গোলদাতা ব্রুনোই। এ দিকে, গোল খেয়ে মরিয়া চেষ্টা দেখা যাচ্ছে উরুগুয়ের মধ্যে। তবে এখনও মাঠে নামানো হয়নি সুয়ারেস।
এগিয়ে গেল পর্তুগাল। বাঁ দিক থেকে ক্রস তুলেছিলেন ব্রুনো। হেড করলেন রোনাল্ডো। বল জড়িয়ে গেল জালে। তবে বল রোনাল্ডোর মাথায় লেগেছে কিনা সেটা নিয়ে এখনও সন্দেহ রয়েছে। খালি চোখে দেখা গিয়েছে, বল রোনাল্ডোর মাথা স্পর্শ করেনি। সে ক্ষেত্রে গোল হওয়া উচিত ব্রুনোর।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পরেও কোনও দলকে অতিরিক্ত আক্রমণ করতে পারছে না। মাঠে এক দর্শক ঢুকে পড়ায় কিছু ক্ষণ বন্ধ থাকল ম্যাচ। তার পরেই আক্রমণে উঠেছিল পর্তুগাল। হোয়াও ফেলিক্সের শট লক্ষ্যভ্রষ্ট হল।
এখনও পর্যন্ত ম্যাচে সুযোগের নিরিখে এগিয়ে রয়েছে উরুগুয়ে। তবে কোনওটিই তারা কাজে লাগাতে পারেনি। পর্তুগালের দখলে বল বেশি রয়েছে। কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে ভুগছে তারা।
আক্রমণ, প্রতি আক্রমণের খেলা চলছে। দু’দলই গোল করার মরিয়া চেষ্টায়। উরুগুয়ে দুই প্রান্ত ধরে আক্রমণ করার চেষ্টা করছে। পর্তুগালের হয়ে আক্রমণের ক্ষেত্রে ভূমিকা নিচ্ছেন ব্রুনো এবং বের্নার্দো।
অল্পের জন্য গোল খাওয়া থেকে বেঁচে গেল পর্তুগাল। বল নিয়ে একাই এগিয়ে গিয়েছিলেন রদ্রিগো বেন্তাঙ্কুর। তাঁকে পর্তুগালের ডিফেন্ডাররা আটকাতে পারেননি। তবে গোলকিপার দিয়োগো কোস্তার হাতে আটকে গেলেন তিনি।
রক্ষণ শক্তিশালী করে খেলছে উরুগুয়ে। পর্তুগালকে আক্রমণ করার একটাও সুযোগ দিচ্ছে না তারা। উইং বদল করে খেলার চেষ্টা করছে পর্তুগাল। পাঁচ জন মিলে রক্ষণ উরুগুয়ের।
বক্সের বাইরে থেকে নিজের জায়গায় ফ্রিকিক পেয়েছিলেন রোনাল্ডো। কিন্তু ওয়ালে লেগে তাঁর শট কর্নার হয়ে যায়। দু’দলেই মাঝমাঠের মধ্যে লড়াই দেখা যাচ্ছে। কোনও দলই সে ভাবে গোলের মুখ খুলতে পারেনি।
দলে একাধিক বদল করেছেন পর্তুগালের কোচ স্যান্টোস। রক্ষণ জমাট রেখে আক্রমণে ওঠার চেষ্টা করছে পর্তুগাল। রোনাল্ডো গোল করার জন্যে মাঝে মাঝেই উঠে যাচ্ছেন।