রোনাল্ডোর নয়া গন্তব্য কি এশিয়ায়? ফাইল ছবি
বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচ জিতে শেষ ষোলোয় উঠে গিয়েছে পর্তুগাল। তবে গোল করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপের মাঝেই হয়তো সুখবর দিতে পারেন তিনি। একাধিক ব্রিটিশ এবং স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রোনাল্ডো নতুন ক্লাব পেয়ে গিয়েছেন। তা-ও আবার ইউরোপ, আমেরিকা নয়, তিনি ক্লাব ফুটবল খেলতে আসছেন এশিয়ায়! সৌদি আরবের আল-নাসেরের সঙ্গে রোনাল্ডোর কথাবার্তা প্রায় পাকা। শুধু কাগজে সই করাই বাকি।
বিশ্বকাপে খেলতে নামার আগেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় রোনাল্ডোর। মৌখিক ভাবে সেই বিচ্ছেদের পর এখনও ক্লাব খুঁজে পাননি রোনাল্ডো। তিনি বলেও দিয়েছেন, বিশ্বকাপের মাঝে ক্লাব নিয়ে অহেতুক কথা বলে সময় নষ্ট করতে চান না। কিন্তু সংবাদমাধ্যম থেমে নেই। তারাই তদন্ত করে বার করে ফেলেছে রোনাল্ডোর নতুন গন্তব্য।
সৌদি আরবের আল-নাসেরে তিন বছরের চুক্তিতে সই করতে পারেন রোনাল্ডো। প্রতি মরসুমে পাবেন ১৬৮৫ কোটি টাকা। শোনা গিয়েছে, পর্তুগিজ ফুটবলার ইউরোপেই আর খেলতে চান না। তা ছাড়া আল-নাসের যে প্রস্তাব দিচ্ছে, তা ইউরোপ বা আমেরিকার কোনও ক্লাব দিতেই পারবে না। আসলে এশিয়া এবং গোটা বিশ্বে সৌদি আরবের লিগকে জনপ্রিয় করে তুলতে চায় সৌদি সরকার। এখনও পর্যন্ত এশিয়ায় চিন এবং জাপানে বড় ফুটবলাররা খেলতে এসেছেন। অতীতে অস্কার, হাল্কের মতো ব্রাজিলীয় ফুটবল চিনে খেলে গিয়েছেন। জাপানের ভিসেল কোবে-তে খেলছেন আন্দ্রে ইনিয়েস্তা। রোনাল্ডো সৌদিতে গেলে সে দেশের লিগের জনপ্রিয়তা এক লাফে অনেকটাই বাড়ার সম্ভাবনা।
উল্লেখ্য, গত বছরও রোনাল্ডোকে প্রস্তাব দিয়েছিল আল-নাসের। তিনি প্রত্যাখ্যান করেন। এ বার কোনও ক্লাব না পেয়ে তিনি ঝুঁকেছেন সেই সৌদির ক্লাবের দিকেই।