FIFA World Cup 2022

আমি বুলেটপ্রুফ, কাতারে নেমে বোমা ফাটালেন রোনাল্ডো

কয়েক দিন আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে রোনাল্ডো অভিযোগ করেছিলেন, ক্লাব তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যে টিভি সাক্ষাৎকার নিয়ে তোলপাড় পড়ে যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ০৬:৫২
Share:

কাতারে পা দেওয়ার আগে এক দফা বোমা ফাটিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বিস্ফোরক এক সাক্ষাৎকার দিয়ে। এ বার কাতারে পা রেখে আরও এক বার ঝড় তুলে দিলেন পর্তুগালের মহাতারকা। সোমবার সাংবাদিক বৈঠকে এসে পরিষ্কার জানিয়ে বলে দিলেন, তাঁর যখন ইচ্ছে, তখন কথা বলেন!

Advertisement

কয়েক দিন আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে রোনাল্ডো অভিযোগ করেছিলেন, ক্লাব তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যে টিভি সাক্ষাৎকার নিয়ে তোলপাড় পড়ে যায়। অনেকে মনে করেছিলেন, রোনাল্ডোর এই সাক্ষাৎকারের প্রভাব বিশ্বকাপে পর্তুগাল দলে পড়বে।

এ দিন রোনাল্ডোর সাংবাদিক বৈঠকে আবার উঠে এল বিতর্কিত সেই সাক্ষাৎকারের প্রসঙ্গ। যা নিয়ে রোনাল্ডো বলেন, ‘‘আমারজীবনে সময়জ্ঞানের মতো নিখুঁত আর কিছু নেই। কে কী ভাবল, তা নিয়ে আমি মাথা ঘামাই না। আমার যখন মন চায়, তখন কথা বলি। আমি বুলেটপ্রুফ।’’ এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘‘দলের সবাই আমাকে অনেক দিন থেকে চেনে। সবাই জানে আমি কী রকম মানুষ। আমি কী বিশ্বাস করি।’’

Advertisement

কিন্তু ওই বিতর্কিত সাক্ষাৎকারের প্রভাব কি পর্তুগালের ড্রেসিংরুমে পড়বে? রোনাল্ডোর সাফ জবাব, ‘‘এই দলের সবার লক্ষ্য খুব উঁচুতে। সবার মধ্যে সাফল্যের খিদেটা খুব বেশি। তাই নিশ্চিত, আমাদের ফুটবলারদের মনঃসংযোগ আর লক্ষ্য কিছুতেই ধাক্কা খাবে না।’’ এর পরে নিজের সম্পর্কেই ঘুরিয়ে রোনাল্ডো বলেন, ‘‘ওর সঙ্গে জড়িত সব কিছু নিয়েই বিতর্ক আর সমালোচনা হবে।’’

দিন কয়েক আগে পর্তুগালের অনুশীলনের শুরুতে রোনাল্ডোর সঙ্গে দলের এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেসের শীতল করমর্দনের ভিডিয়ো গণমাধ্যমে ছড়িয়ে গিয়েছিল। বলা শুরু হয়ে গিয়েছিল, দু’জনের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। যা নিয়ে প্রশ্ন করা হলে রোনাল্ডো বলেন, ‘‘আমার সঙ্গে ব্রুনোর সম্পর্ক দারুণ। সে দিন আমরা মজা করছিলাম। ওর বিমান দেরিতে এসেছিল, যানিয়ে আমি ঠাট্টা করি। জিজ্ঞেস করি, তুমি কি নৌকো করে এসেছ! ব্যস, এটাই হয়েছে।’’ যোগ করেন, ‘‘আমাদের ড্রেসিংরুমের পরিবেশটা দারুণ। কোনও সমস্যা নেই। সবাইকে আড়াল করে রাখা হয়েছে। আর এই সুযোগে আমি আপনাদের একটা কথা বলতে চাই: আমার সম্পর্কে প্রশ্ন করা বন্ধ করুন।’’

কাতারে আসার আগে পেটের সমস্যায় প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি রোনাল্ডো। কিন্তু কাতারে আসার পর থেকে তাঁকে চনমনে অবস্থাতেই পাওয়া গিয়েছে, ‘‘আমি পুরোপুরি সুস্থ। ঠিক হয়ে গিয়েছি। ট্রেনিংও চলছে। আশা করছি, সেরা ছন্দেই বিশ্বকাপে নামতে পারব।’’ রেকর্ড গড়া প্রসঙ্গে রোনাল্ডোর জবাব, ‘‘আমি রেকর্ড তাড়া করি না। রেকর্ড এসে যায়।’’

নিজের দলকে নিয়ে রোনাল্ডোর মন্তব্য, ‘‘আমার মনে হয়, এই পর্তুগাল দলটার দক্ষতা দারুণ। আমরা অবশ্যই কাপ জিততে পারি। কিন্তু আমাদের এখন প্রথম ম্যাচ নিয়েই মনঃসংযোগ করতে হবে। ঘানার বিরুদ্ধেজিততে হবে।’’

বিশেষজ্ঞরা যা-ই বলুন না কেন, রোনাল্ডোর হুঙ্কার— ‘‘আমরাই সেরা।’’ সাংবাদিক বৈঠকে তিনি এ দিন বলে যান, ‘‘প্রতিযোগিতার শেষেই বোঝা যাবে, কোনদলটা সেরা। কিন্তু আমার বিশ্বাস, এই বিশ্বকাপের সেরা দল হল পর্তুগাল। তবে সেটা আমাদের মাঠে নেমে প্রমাণ করতে হবে।’’

কাতার বিশ্বকাপে পর্তুগালের গ্রুপে রয়েছে ঘানা, উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়া। পর্তুগালের প্রথম ম্যাচ ঘানার বিরুদ্ধে, বৃহস্পতিবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement