FIFA World Cup 2022

মেসিরা হারুন বা জিতুন, ব্রাজিল বিশ্বকাপ জিতলে বেশি খুশি হবেন আর্জেন্টিনার কোচ!

পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ কঠিন হবে। মেনে নিয়েছেন আর্জেন্টিনার কোচ। সমীহ করছেন লেয়নডস্কিদের আক্রমণ এবং রক্ষণকে। নিজের দলের উপরও আস্থা রয়েছে স্কালোনির।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ১৯:০০
Share:

অধিনায়ক মেসির সঙ্গে আর্জেন্টিনার কোচ স্কালোনি। ছবি: টুইটার।

ব্রাজিল বিশ্বকাপ জিতলে খুশি হবেন আর্জেন্টিনার কোচ! লিয়োনেস মেসিদের গ্রুপের শেষ ম্যাচের আগে এমনই বিস্ময়কর মন্তব্য করেছেন লিয়োনেল স্কালোনি। তবে মাঠে নামার আগেই হার স্বীকার করে নিলেন তিনি?

Advertisement

পোল্যান্ড ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন স্কালোনি। সেখানে উঠেছে ব্রাজিলের প্রসঙ্গ। নক আউট পর্বে ব্রাজিলের সম্ভাবনা নিয়ে বলেছেন, ‘‘ওরা জিতলে খুশিই হব। ওরা যত এগোবে তত ভাল। দক্ষিণ আমেরিকার ফুটবলের এক জন বড় ভক্ত হিসাবে চাইব ওরা সাফল্য পাক। ব্রাজিলে আমার কয়েক জন ঘনিষ্ঠ বন্ধু রয়েছে। আর্জেন্টিনা ছিটকে গেলেও চাইব দক্ষিণ আমেরিকার কোনও দেশই বিশ্বকাপ জিতুক। মনে হয় না আমার এই ভাবনার মধ্যে কোনও ভুল আছে। ব্রাজিল বেশ ভাল খেলছে। প্রথম দু’টো ম্যাচেই ওরা জিতেছে। সে জন্য ওদের অভিনন্দন প্রাপ্য।’’

তবে কি মেসিদের উপর আস্থা নেই আপনার? আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘‘দলের ২৬ জন ফুটবলারের উপরেই আস্থা রয়েছে আমার। ওরা সকলে যে কোনও ম্যাচ খেলার উপযুক্ত। এক জনের পরিবর্তে অন্য কেউ মাঠে নামলেও সেরা দলই খেলবে।’’ বিশ্বকাপের শেষ ষোলোয় যাওয়ার জন্য বুধবার পোল্যান্ডের বিরুদ্ধে জয় জরুরি মেসিদের। পয়েন্ট হারালে তাঁদের নির্ভর করতে হবে সৌদি আরব-মেক্সিকো ম্যাচের ফলাফলের উপর।

Advertisement

মেসিরা কি পারবেন রবার্ট লেয়নডস্কিদের হারাতে। নিশ্চিত নন কোচ। স্কালোনি বলেছেন, ‘‘পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা কঠিন হবে। ওরা বক্সের মধ্যে খুবই বিপজ্জনক। দ্রুত আক্রমণে ওঠে। সুযোগ তৈরি করে নেয়। পোল্যান্ডের রক্ষণও খুব ভাল। কারা খেলবে সেটা দেখতে হবে। তার উপর নির্ভর করবে পোল্যান্ড কেমন খেলবে। আমাদের পরিকল্পনা খুব পরিস্কার। সেট পিসের উপর অনেকটাই নির্ভর করছি আমরা।’’

তিনি আরও বলেছেন, ‘‘ওরা আমাদের বিরুদ্ধে ঝুঁকি নেওয়ার চেষ্টা করবে না। অপেক্ষা করবে সুযোগের। আমরা অবশ্য চিন্তিত নই। আমাদের রণকৌশলও তৈরি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement