লিয়োনেল মেসি। —ফাইল চিত্র
আমেরিকার মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিয়োনেল মেসি। তবে তিনিই প্রথম নয়, এর আগে আরও অনেক বিখ্যাত ফুটবলার খেলেছেন এই লিগে। তালিকায় রয়েছেন পেলে থেকে ডেভিড বেকহ্যামের মতো তারকা।
পেলে
তিন বারের ফুটবল বিশ্বকাপজয়ী পেলে ১৯৭৫ সালে ব্রাজিল ছেড়ে উত্তর আমেরিকায় ফুটবল খেলতে এসেছিলেন। নিউ ইয়র্ক কসমসে যোগ দিয়েছিলেন তিনি। কসমসের হয়ে তিনটি মরসুমে ৬৪টি গোল করেছিলেন পেলে। ১৯৭৭ সালে লিগও জিতেছিল তাঁর ক্লাব।
ফ্রাঞ্জ বেকেনবাউয়ার
পেলেকে অনুসরণ করে ১৯৭৭ সালে নিউ ইয়র্ক কসমসে যোগ দিয়েছিলেন বেকেনবাউয়ার। তাঁর সময়ে চার বার লিগ জিতেছিল কসমস। ১৯৮১ সালে আবার জার্মানিতে ফিরে গিয়েছিলেন বেকেনবাউয়ার। তার পরে ১৯৮৩ সালে আবার কসমসে যোগ দিয়েছিলেন তিনি। সেটাই ছিল ক্লাব ফুটবলে তাঁর শেষ বছর।
জোহান ক্রুয়েফ
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পরে ১৯৭৯ সালে লস অ্যাঞ্জেলস আজটেকসে যোগ দিয়েছিলেন ক্রুয়েফ। সেখানেই একটিই মরসুম খেলেছিলেন ক্রুয়েফ। ২২টি ম্যাচে ১৪টি গোল করেছিলেন তিনি। পরের বছর ওয়াশিংটন ডিপ্লোম্যাটসে যোগ দেন ক্রুয়েফ। পরের মরসুমের মাঝপথে নেদারল্যান্ডসে ফিরে গিয়ে আয়াক্সে যোগ দিয়েছিলেন তিনি।
থিয়েরি অঁরি
২০১০ সালে নিউ ইয়র্ক রেড বুলসে যোগ দিয়েছিলেন অঁরি। সেখানে পাঁচ বছর খেলেছিলেন তিনি। ১২১টি ম্যাচে ৫১টি গোল করেছিলেন তিনি। পরে এক বছর মনট্রিয়েলের কোচও ছিলেন তিনি।
ডেভিড বেকহ্যাম
২০০৭ সালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে যোগ দিয়েছিলেন বেকহ্যাম। ছ’বছর সেখানে খেলেছিলেন তিনি। ৯৮টি ম্যাচে ১৭টি গোল করেছিলেন ইংল্যান্ডের এই ফুটবলার। তাঁর সময়ে দু’বার লিগ জিতেছিল গ্যালাক্সি। এখন ইন্টার মায়ামির অন্যতম মালিক তিনি। সেই ক্লাবেই যোগ দিয়েছেন মেসি।
ওয়েন রুনি
২০১৮ সালে ডিসি ইউনাইটেডে যোগ দিয়েছিলেন রুনি। তিনি একটি মরসুম পুরো খেলেছিলেন। পরের মরসুমের মাঝপথে ক্লাব ছেড়ে দিয়েছিলেন। ৪৮টি ম্যাচে ২৩টি গোল করেছিলেন রুনি। ২০২২ সালে আবার ডিসি ইউনাইটেডের কোচ হিসাবে যোগ দেন রুনি। এখনও সেই দায়িত্বে রয়েছেন তিনি।
জ্লাটান ইব্রাহিমোভিচ
২০১৯ সালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে যোগ দিয়েছিলেন ইব্রাহিমোভিচ। দুই মরসুম সেখানে ছিলেন তিনি। ৩১টি ম্যাচে ৩০টি গোল করেছিলেন তিনি। তার মধ্যে তিনটি হ্যাটট্রিক রয়েছে। ছ’টি ম্যাচে জোড়া গোল করেছেন ইব্রা।