সুরজিৎ সেনগুপ্ত। —ফাইল চিত্র
সোমবার জ্বর এসেছিল সুরজিৎ সেনগুপ্তের। এখনও হাল্কা জ্বর রয়েছে বলে জানানো হয়েছে মেডিক্যাল বুলেটিনে। ভেন্টিলেশনেই রাখা হয়েছে তাঁকে। সুরজিতের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়েছে বলেও জানা গিয়েছে।
দীর্ঘ দিন ধরে ভেন্টিলেশনে সুরজিৎ। ভেন্টিলেশনের সাহায্যে তাঁর শরীরে অক্সিজেনের পরিমাণ ৯৫-৯৭ শতাংশের মধ্যে থাকছে। চিকিৎসক অজয় কৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে সুরজিতের। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ভেসোপ্রেসার সাপোর্টের মাধ্যমে তাঁর শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে।
করোনা সংক্রমণ নিয়ে গত ২৩ জানুয়ারি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় প্রাক্তন ফুটবলারকে। সুরজিতের দেখভাল করছেন বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্য চিকিৎসকেরা। বিশেষজ্ঞেরা তাঁকে সব সময় পর্যবেক্ষণে রাখছেন।
সুরজিতের শ্বাসযন্ত্রের সমস্যা ছিল। শারীরিক সমস্যার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে।