করোনায় আক্রান্ত সুরজিৎ ফাইল ছবি
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সুরজিৎ সেনগুপ্ত। সোমবার দুপুরে বাইপাসের ধারে একটি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে। করোনা আক্রান্ত হয়েছেন প্রাক্তন এই ফুটবলার।
গত কয়েক দিন ধরেই বেশ কাশি হচ্ছিল। শনিবার প্রয়াত ফুটবলার সুভাষ ভৌমিককে নিয়ে সেই অবস্থাতেই একটি দৈনিকে লিখেছিলেন। পরে কোভিড পরীক্ষা করান। সোমবার তার পজিটিভ রিপোর্ট এসেছে। হাসপাতালে ভর্তি হওয়ার পরেও তিনি ফোনে কথা বলেছেন। বেশ কয়েক বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুরজিৎ। তখন স্টেন্ট বসাতে হয়েছিল।
১৯৭৩ সালে প্রথম বড় ক্লাব হিসেবে মোহনবাগানে সই করেন। এক বছর সবুজ-মেরুন জার্সিতে খেলার পর পরের বছরই ইস্টবেঙ্গলে চলে যান। ১৯৭৫ সালে ইস্টবেঙ্গল মোহনবাগানকে পাঁচ গোল দিয়েছিল। তার প্রথম গোল ছিল সুরজিতের। ১৯৭৮-৭৯ সালে ইস্টবেঙ্গলের অধিনায়ক হয়েছিলেন।