Liverpool

EPL: লিভারপুলের ন’গোল, দুরন্ত ম্যান সিটিও

শনিবার নিজেদের মাঠে বিপক্ষ বোর্নমাউথকে ন’গোল দিয়ে দারুণ ভাবেই ছন্দে ফিরল ‘দ্য রেডস’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২২ ০৮:৩০
Share:

লিভারপুলের হয়ে গোল পেলেন লুই দিয়াজ। ছবি রয়টার্স।

ইপিএল

Advertisement

লিভারপুল ৯ বোর্নমুথ ০

ম্যান সিটি ৪ ক্রিস্টাল প্যালেস ২

Advertisement

ঘটনার ঘনঘটা ইপিএলে। প্রথম দুই ম্যাচ ড্র করে গোলের ঝড় তুলল লিভারপুল। পিছিয়ে থাকল না ম্যাঞ্চেস্টার সিটি। শেষ ম্যাচে ড্রয়ের ধাক্কা সামলে জয়ের সরণিতে ফিরল পেপ গুয়ার্দিওলার দল। বুন্দেশলিগা থেকে ইপিএলে পা রেখে নিজের দক্ষতা প্রমাণ করলেন আর্লিং হালান্ড। উপহার দিলেন ঝলমলে হ্যাটট্রিক।

শনিবার নিজেদের মাঠে বিপক্ষ বোর্নমাউথকে ন’গোল দিয়ে দারুণ ভাবেই ছন্দে ফিরল ‘দ্য রেডস’। জোড়া গোল করলেন লুইস দিয়াজ় (৩, ৮৫ মিনিট) ও রবের্তো ফির্মিনো (৩১, ৬২ মিনিট)। একটি করে গোল হার্ভে এলিয়ট (৬ মিনিট), ট্রেন্ট আলেকজ়ান্ডার-আর্নল্ড (২৮ মিনিট), ভার্জিল ফান দাইক (৪৫ মিনিট), ক্রিস মেফাম (আত্মঘাতী, ৪৬ মিনিট) ও ফাবিয়ো কার্ভালহোর (৮০ মিনিট)।

গত বারের চ্যাম্পিয়ন ম্যান সিটিও শনিবার ছিল দুর্দান্ত মেজাজে। বরং বলা যায়, গুয়ার্দিওলার স্বস্তি ফেরালেন নরওয়ের নতুন তারকা। শনিবারের ম্যাচে হালান্ড হ্যাটট্রিক করে বার্তা দিলেন নিজের উপস্থিতির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement