ইংল্যান্ড দলের অনুশীলন। ছবি: রয়টার্স।
রবিবার রাতে ইউরো কাপে সার্বিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ইংল্যান্ড। প্রথম ম্যাচের আগে দলের চার জন নেতা ঠিক করে দিলেন কোচ গ্যারেথ সাউথগেট। পাশাপাশি, অধিনায়ক হ্যারি কেন জানিয়ে রাখলেন নিজের দু’টি লক্ষ্যের কথা।
ইউরো কাপে ইংল্যান্ডে নামবে হ্যারির নেতৃত্বেই। কিন্তু দলে আরও তিন জন নেতার কথা জানিয়েছেন সাউথগেট। তাঁরা হলেন কাইল ওয়াকার, ডেক্লান রাইস এবং জুড বেলিংহ্যাম। ম্যাচের আগে সাউথগেট বলেছেন, “সব খেলোয়াড়দের মধ্যেই সম্পর্ক খুব ভাল। এই প্রতিযোগিতার জন্য কয়েক জন নেতা ঠিক করে দিয়েছি। এই দলের এক-একজন এক-এক রকম। অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। তাই কে কী ভাবছে সেটা জানাটা খুব দরকার।”
তিনি আরও বলেন, “যে চার জন বেছে নিয়েছি ওরা বিভিন্ন বয়সের খেলোয়াড়দের সঙ্গে মিশবে এবং তাঁদের মনের মধ্যে কী চলছে সেটা জানার চেষ্টা করবে। দলে ২৬ জন ফুটবলার রয়েছে। প্রতি দিন সকলের খেয়াল রাখা সম্ভব। কথাবার্তা চালানোর জন্য কাউকে দায়িত্ব দিতেই হবে। তরুণ খেলোয়াড়দের সঙ্গে কথাবার্তা চালানোর জন্য তরুণ খেলোয়াড়ই দরকার।”
এ দিকে, হ্যারি জানিয়েছেন, এ বার তিনি প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ট্রফিটাও হাতে তুলতে চান। বলেছেন, “স্ট্রাইকার হিসাবে বাকি বিশ্বে এখন আরও বেশি সম্মান পাই। বায়ার্ন মিউনিখে ভাল মরসুমে কাটিয়ে আসা আর রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার হয়ে ভাল মরসুম কাটানোর মধ্যে তফাত নেই। যা অর্জন করেছি তার জন্য কৃতজ্ঞ। এ বার সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ট্রফিটাও হাতে তুলতে চাই।”