Carles Cuadrat

ইস্টবেঙ্গলের বিতাড়িত কোচ ছয় মাস পর চাকরি পেলেন, কোথায় যোগ দিলেন কুয়াদ্রাত?

চলতি আইএসএলে ইস্টবেঙ্গল প্রথম তিন ম্যাচে হারার পরেই ইস্তফা দিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত। তার সাড়ে ছ’মাস পরে নতুন চাকরি পেলেন তিনি। কোথায় যোগ দিয়েছেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৭:৪৯
Share:
football

কার্লেস কুয়াদ্রাত। ছবি: সমাজমাধ্যম।

চলতি আইএসএলে ইস্টবেঙ্গল প্রথম তিন ম্যাচে হারার পরেই ইস্তফা দিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত। তার সাড়ে ছ’মাস পরে নতুন চাকরি পেলেন তিনি। ফিলিপিন্স জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হিসাবে যোগ দিয়েছেন তিনি। শুক্রবার রাতের দিকে এই ঘোষণা করা হয়েছে।

Advertisement

গত বছরের শুরুর দিকে ইস্টবেঙ্গলকে সুপার কাপ জিতিয়েছিলেন কুয়াদ্রাত। দীর্ঘ দিন পরে কলকাতা ডার্বিতেও জিতেছিল ইস্টবেঙ্গল। রাতারাতি সমর্থকদের কাছে ‘প্রফেসর’ হয়ে উঠেছিলেন স্পেনীয় কোচ। ধাক্কাটা শুরু হয় গত ডুরান্ড কাপ থেকে। কোয়ার্টার ফাইনালে শিলং লাজংয়ের কাছে হেরে বিদায় নেয় ইস্টবেঙ্গল।

তবু আইএসএলে কুয়াদ্রাতকে ঘিরেই সমর্থকেরা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। প্রথম তিনটি ম্যাচ হেরে গিয়ে শুরুতেই অনেকটা পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। গোয়ার কাছে ঘরের মাঠে হারের পর ইস্টবেঙ্গলের কর্তারা বৈঠকে বসেছিলেন কুয়াদ্রাতের সঙ্গে। সেখানেই তাঁর বিদায় নিশ্চিত হয়ে যায়। যদিও কুয়াদ্রাত-বিদায়ের পরেও তিনটি ম্যাচে হারে ইস্টবেঙ্গল।

Advertisement

ফিলিপিন্সের সহকারী কোচ হিসাবে শুরুতেই কাজে নেমে পড়তে হচ্ছে কুয়াদ্রাতকে। আগামী মঙ্গলবার এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে নামতে হবে ফিলিপিন্সকে। বিপক্ষে মলদ্বীপ। ঘরের মাঠে খেলবে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement