আনোয়ার আলি। —ফাইল চিত্র।
আনোয়ার আলির শুনানি পিছিয়ে গেল। জানা গিয়েছে ইস্টবেঙ্গলের আইনজীবী শারীরিক ভাবে সুস্থ নন। তাঁর শিরদাঁড়ায় অস্ত্রোপচার হবে। সেই কারণে চার সপ্তাহ বাড়তি সময় চেয়ে চিঠি দিয়েছেন তিনি। কিন্তু প্লেয়ার্স স্টেটাস কমিটি কড়া বার্তা দিয়ে জানিয়ে দিয়েছে, তারা দু’সপ্তাহের বেশি সময় দেবে না। আগামী ১৪ অক্টোবর শুনানি হবে। সেটাই চূড়ান্ত তারিখ।
আগামী সোমবার (৩০ সেপ্টেম্বর) আনোয়ার ইস্যুতে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের আইনজীবী চিঠি দিয়ে জানিয়েছেন, ৮ অক্টোবর তাঁর শিরদাঁড়ায় অস্ত্রোপচার করানো হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর পক্ষে দীর্ঘ সময় বসে থাকা সম্ভব নয়। সেই কারণে অস্ত্রোপচারের অন্তত চার সপ্তাহ পর শুনানির আবেদন করেছিলেন তিনি। কিন্তু প্লেয়ার্স স্টেটাস কমিটি তাঁর অস্ত্রোপচারের ছ’দিন পর শুনানি হওয়ার কথা ঘোষণা করেছে।
প্লেয়ার্স স্টেটাস কমিটি জানিয়েছে, ১৪ অক্টোবর শুনানি হবে। সেই শুনানিতে সব পক্ষকে উপস্থিত থাকতে হবে। ১৪ অক্টোবর বিকেল ৫টার সময় শুনানি হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে বলে দেওয়া হয়েছে, আর সময় বৃদ্ধি করা হবে না। যদি কোনও পক্ষের আইনজীবী উপস্থিত থাকতে না পারেন, তা হলে তাদের বিকল্প ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
মোহনবাগান মনে করছে, ইচ্ছাকৃত ভাবে শুনানির সময় পিছিয়ে দেওয়া হচ্ছে, যাতে আনোয়ারকে খেলানো যায়। ইস্টবেঙ্গল শেষ ম্যাচে আনোয়ারকে খেলিয়েছিল। সে ভাবেই আরও কিছু ম্যাচে ইস্টবেঙ্গল তাঁকে খেলাতে চাইছে বলে অভিযোগ মোহনবাগানের। সেই কারণেই শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছে বলে মনে করছে সবুজ-মেরুন শিবির।