ISL

৫ গোলে জয় ইস্টবেঙ্গলের, আইএসএলে ৫ গোল আগেও করেছে লাল-হলুদ, কী হয়েছিল সেই ম্যাচে

আইএসএলে আগেও এক বার ৫ গোল করেছিল ইস্টবেঙ্গল। তবে সেই অভিজ্ঞতা সুখের হয়নি। দ্বিতীয় বার ৫ গোল করে প্রতিযোগিতার ইতিহাসে নিজেদের বৃহত্তম জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ ২২:৪১
Share:

আইএসএলে নিজেদের বৃহত্তম জয় পেল ইস্টবেঙ্গল। —ফাইল চিত্র।

আইএসএলের ইতিহাসে অন্যতম বড় জয় পেল ইস্টবেঙ্গল। এর আগে আইএসএলের কোনও ম্যাচ ৫ গোলের ব্যবধানে জেতেনি লাল-হলুদ শিবির। সোমবার যুবভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৫-০ গোলে জয় প্রতিযোগিতার বৃহত্তম জয়ের তালিকায় যুগ্ম ভাবে তৃতীয় স্থানে থাকবে। আইএসএলে ৫ গোল অবশ্য ইস্টবেঙ্গলের এই প্রথম নয়। যদিও সেই অভিজ্ঞতা সুখের নয় লাল-হলুদ শিবিরের।

Advertisement

আইএসএলের ইতিহাসে বৃহত্তম জয়ের নজির রয়েছে এফসি গোয়ার দখলে। ২০১৫ সালের ১১ নভেম্বর তারা ৭-০ গোলে হারিয়েছিল মুম্বই সিটি এফসিকে। দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বইয়ের ৬-১ ব্যবধানে জয়। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তারা এই জয় পেয়েছিল ওড়িশা এফসির বিরুদ্ধে। একই ব্যবধানে হায়দরবাদ এফসি হারিয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেডকে ২০২২ সালের ২৯ ডিসেম্বর।

এর পরেই থাকবে সোমবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ৫-০ ব্যবধানে জয়। এমন নজির অবশ্য আইএসএলে রয়েছে আরও তিনটি। ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি এফসি গোয়া ৫-০ ব্যবধানে হারিয়েছিল জামশেদপুর এফসিকে। ২০২২ সালে ৩১ জানুয়ারি হায়দারাবাদ এফসি ৫-০ গোলে হারিয়েছিল নর্থ ইস্টকে। ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি গোয়া ৫-০ গোলে হারায় চেন্নাইয়ন এফসিকে।

Advertisement

আইএলএসে ৫ গোল আগেও এক বার দিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু তাতেও জয় আসেনি। ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারির সেই ম্যাচে ওড়িশার কাছে ৫-৬ ব্যবধানে হারতে হয়েছিল লাল-হলুদ শিবিরকে। আইএসএলের কোনও ম্যাচে সব থেকে বেশি গোল হয়েছিল সেই ম্যাচেই। সোমবার দ্বিতীয় বার ৫ গোল দিল ইস্টবেঙ্গল। একই সঙ্গে আইএসএলের ইতিহাসে নিজেদের বৃহত্তম জয় তুলে নিল তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement