Durand Cup 2023

বুধবার আবার মোহনবাগানকে ‘হারাতে’ পারে ইস্টবেঙ্গল, কী ভাবে?

সাড়ে চার বছর পর মোহনবাগানে বিরুদ্ধে জয় পেল ইস্টবেঙ্গল। আগামী বুধবার সবুজ-মেরুন শিবিরকে আবার টপকে যেতে পারে লাল-হলুদ ব্রিগেড।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১৯:২৫
Share:

শনিবার জয়ের পর ইস্টবেঙ্গল সমর্থকদের উচ্ছ্বাস যুবভারতীতে। ছবি: ইস্টবেঙ্গল সমর্থকদের ফেসবুক থেকে।

ডুরান্ড কাপের ডার্বিতে হেরেও গ্রুপ ‘এ’-র শীর্ষে থাকল মোহনবাগান সুপার জায়ান্ট। জিতেও শীর্ষে উঠতে পারল না ইস্টবেঙ্গল। যদিও আগামী বুধবার সবুজ-মেরুন শিবিরকে টপকে যেতে পারে লাল-হলুদ শিবির।

Advertisement

সাড়ে চার বছর পর ডার্বিতে জয়ের স্বাদ পেল ইস্টবেঙ্গল। তবু গ্রুপ সেরা হওয়ার জন্য তাদের অপেক্ষা করতে হবে বুধবার পর্যন্ত। আগামী ১৬ অগস্ট গ্রুপের শেষ ম্যাচে রাউন্ডগ্লাস পঞ্জাবের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে জিতলে গ্রুপের সেরা দল হিসাবে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে চলে যাবে ইস্টবেঙ্গল। মোহনবাগানের সামনে দুই সেরা দ্বিতীয় দল হিসাবে পরের পর্বে যাওয়ার সুযোগ থাকবে।

শনিবার ইস্টবেঙ্গল-মোহনবাগান লড়াইয়ের পর তিন ম্যাচ খেলে সবুজ-মেরুন শিবিরের সংগ্রহ ৬ পয়েন্ট। ইস্টবেঙ্গলের দু’ম্যাচে সংগ্রহ ৪ পয়েন্ট। গ্রুপের অন্য দুই দল বাংলাদেশ আর্মির সংগ্রহ তিন ম্যাচে ২ পয়েন্ট এবং রাউন্ডগ্লাস পঞ্জাবের দু’ম্যাচে ১ পয়েন্ট। মোহনবাগান এবং বাংলাদেশ আর্মির গ্রুপ পর্বের খেলা শেষ। গ্রুপের শেষ ম্যাচে বুধবার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং রাউন্ডগ্লাস পঞ্জাব। সেই ম্যাচ জিতলে কার্লেস কুয়াদ্রতের দল ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠবে। সে ক্ষেত্রে মোহনবাগান হবে গ্রুপ রানার্স। ইস্টবেঙ্গল-পঞ্জাব ম্যাচ ড্র হলে মোহনবাগান ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। ইস্টবেঙ্গল ৫ পয়েন্ট নিয়ে রানার্স হবে। আবার ইস্টবেঙ্গল হেরে গেলেও গ্রুপ রানার্স হওয়া সুযোগ থাকবে। সে ক্ষেত্রে ইস্টবেঙ্গল এবং পঞ্জাব দু’দলের পয়েন্ট হবে ৪। গোল পার্থক্যে ঠিক হবে গ্রুপ রানার্স। শনিবারের পর সুবিধাজনক জায়গায় রয়েছে লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গলের গোল পার্থক্য +১। অন্য দিকে পঞ্জাবের -২।

Advertisement

ডুরান্ডের ছ’টি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। ছ’টি রানার্স দলের মধ্যে সেরা দু’টি দল যাবে শেষ আটে। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশ আর্মির বিদায় নিশ্চিত হয়ে গেল শনিবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement