দিমিত্রি পেত্রাতোস। ছবি: পিটিআই
এটিকে-মোহনবাগানে রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামসের অভাব পূরণ করার জন্য তাঁর দিকেই তাকিয়েছিলেন সমর্থকরা। আইএসএলের প্রথম ম্যাচে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে দুর্দান্ত খেললেও গোল করতে পারেননি দিমিত্রি পেত্রাতোস। চব্বিশ ঘণ্টা আগে কোচিতে কেরলের ব্লাস্টার্সের বিরুদ্ধে অনবদ্য হ্যাটট্রিক করে সবুজ-মেরুন সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন অস্ট্রেলীয় স্ট্রাইকার। অথচ বাড়তি উচ্ছ্বাস দেখাতে রাজি নন দিমিত্রি। বলছেন, ‘‘আমরা একটা দল হিসেবে জিতেছি। কে কটা গোল করেছে, গুরুত্বপূর্ণ নয়।’’
মোহনবাগানের নতুন তারকার উত্থানের কাহিনিও আকর্ষণীয়। তাঁর বাবা অ্যাঞ্জেলা ডিফেন্ডার ছিলেন। ভাই কোস্টা ও বোন পানাগিয়োটাও ফুটবলার। দিমিত্রি গর্ব করে বলেন, ‘‘আমাদের পুরো পরিবারটাই ফুটবলের সঙ্গে যুক্ত। আমরা একে অপরকে উদ্বুদ্ধ করি, শিক্ষা নিই।’’
কেরলের বিরুদ্ধে ৫-২ গোলে দুরন্ত জয় ডার্বির আগে আত্মবিশ্বাসী করে তুলেছে জুয়ানকেও। তিনি বলেছেন, ‘‘আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। আশা করি ডার্বির জন্য দল তৈরি হয়ে যাবে।’’
সুনীলরা খেলবেন কাতারে: এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা সোমবারই সরকারি ভাবে ঘোষণা করে দিল, ২০২৩ সালে কাতারেই এএফসি এশিয়ান কাপের মূল পর্বে হবে। খেলবেন সুনীল ছেত্রীরা।