ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ইরানে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে ইরানের ক্লাব পারসেপোলিসের বিরুদ্ধে খেলবেন তিনি। রোনাল্ডো ইরানে পা দেওয়ার পর থেকে উত্তেজনা ভক্তদের মধ্যে। আল নাসেরের টিম বাস তাড়া করছেন তাঁরা। ঢুকে পড়ছেন হোটেলেও।
আল নাসের ইরানে পৌঁছনোর পর থেকেই তেহরানের রাস্তায় উৎসবের পরিবেশ। বিমানবন্দর থেকে টিম বাস বার হওয়ার পর থেকেই বাসের পিছনে ছুটতে শুরু করেন অনুরাগীরা। রোনাল্ডোর এক ঝলক দেখার অপেক্ষায় তাঁরা। রাস্তায় ভিড় জমে যায়। কোনও রকমে টিম বাস হোটেলে পৌঁছয়। সেখানেও জোর করে ঢুকে পড়েন অনেক রোনাল্ডো-ভক্ত। তাঁদের সামলাতে হিমশিম খান নিরাপত্তারক্ষীরা।
তেহরানের রাস্তায় সমর্থকদের উন্মাদনা থেকে পরিষ্কার, কেরিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছলেও তাঁর ভক্তের সংখ্যায় ভাটা পড়েনি। আগে যেমন ইউরোপের যে শহরে যেতেন সেখানে ভক্তদের উন্মাদনা দেখা যেত, এখন সেটা দেখা যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে। রোনাল্ডো, রোনাল্ডো চিৎকারে কান পাতা দায়।
ইউরোপের ফুটবল ছেড়ে এশিয়ার ফুটবলে এসেছেন রোনাল্ডো। তাঁর মানের ফুটবলারকে প্রথম বার দেখছেন এশিয়ার ফুটবল ভক্তেরা। সেই কারণে উন্মাদনা আরও বেশি। এই প্রথম বার ইরানে গিয়েছেন রোনাল্ডো। তাই সেখানকার ভক্তেরা রাস্তায় নেমে পড়েছেন। এক বার নিজেদের পছন্দের তারকাকে দেখতে ছুটে বেড়াচ্ছেন তাঁরা।