চাপে রোনাল্ডোর পর্তুগাল।
কাতার বিশ্বকাপে কি আদৌ খেলতে পারবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুক্রবার এই প্রশ্ন সামনে উঠে গেল। শুক্রবার বিশ্বকাপের প্লে-অফ ড্র প্রকাশ করেছে ফিফা। সেখানে দেখা যাচ্ছে, রোনাল্ডোদের বিশ্বকাপে যেতে গেলে পেরোতে হবে ইটালির মতো কঠিন দলের গাঁট।
প্লে-অফের সি গ্রুপে রোনাল্ডোদের আগে খেলতে হবে তুরস্কের বিরুদ্ধে। ইটালি খেলবে উত্তর ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে। পর্তুগাল এবং ইটালি নিজেদের ম্যাচ জিতলে একে অপরের মুখোমুখি হবে। সেক্ষেত্রে যে কোনও একটি দল যাবে কাতার বিশ্বকাপে।
মনে করা হচ্ছে এটাই রোনাল্ডোর শেষ বিশ্বকাপ। তিনি আগেও ইঙ্গিত দিয়েছেন কাতারেই হয়তো শেষ বার দেখা যেতে পারে তাঁকে। তবে ২০২০ ইউরো কাপ জয়ীদের বিরুদ্ধে ম্যাচ কোনও ভাবেই সহজ যে হবে না, এটা এখনই বলা যায়। ফলে কাতারে রোনাল্ডোকে দেখা যাবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।