Christian Eriksen

Christian Eriksen: যে মাঠে প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন, সেখানেই প্রত্যাবর্তনে গোল করলেন এরিকসেন

ফিনল্যান্ডের বিরুদ্ধে ইউরো কাপের ম্যাচের সময় প্রথমার্ধ শেষের কিছুক্ষণ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এরিকসেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০২২ ১৬:০৫
Share:

গোল করলেন এরিকসেন। ছবি রয়টার্স

৯ মাস আগে যে মাঠে ইউরো কাপের ম্যাচ চলাকালীন আচমকা লুটিয়ে পড়ে মৃত্যুর মুখে চলে গিয়েছিলেন, সেই মাঠেই প্রত্যাবর্তনে গোল করে স্মরণীয় করে রাখলেন ক্রিশ্চিয়ান এরিকসেন। মঙ্গলবার প্রীতি ম্যাচে সার্বিয়াকে ৩-০ হারাল ডেনমার্ক। দলের তৃতীয় গোল এরিকসেনের।

Advertisement

ফিনল্যান্ডের বিরুদ্ধে ইউরো কাপের ম্যাচের সময় প্রথমার্ধ শেষের কিছু ক্ষণ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এরিকসেন। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ডাক্তাররা জানিয়েছিলেন, পাঁচ মিনিটের জন্য ‘মৃত্যু’ হয়েছিল এরিকসেনের। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে মাঠে ফিরেছেন তিনি।

পার্কেন স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচে অধিনায়ক করা হয়েছিল এরিকসেনকে। মাঠে নামতেই দর্শকরা গর্জন করে ওঠেন। ১৫ মিনিটে ডেনমার্ককে এগিয়ে দেন জোয়াকিম মাহলে। বিরতির আট মিনিট পর দ্বিতীয় গোল জেসপার লিন্ডস্ট্রোয়েমের। এরিকসেন গোল করেন ৫৭ মিনিটে। বক্সের বাইরে থেকে শটে দুরন্ত গোল করেন তিনি।

Advertisement

ইন্টার মিলান তাঁর সঙ্গে আগেই চুক্তি শেষ করে দেওয়ার পর সম্প্রতি ইপিএলের ক্লাব ব্রেন্টফোর্ডে সই করেছেন এরিকসেন। ফেব্রুয়ারিতে ক্লাবের হয়ে প্রথম বারও মাঠে নামেন। ৮০ মিনিটে এরিকসেনকে তুলে নেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement