Calcutta Customs

IFA Shield: বিপর্যস্ত রিয়াল কাশ্মীর

ফ্রানের নেতৃত্বে হার বাঁচাতে দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ঝাঁপান কাশ্মীরের ফুটবলাররা। একাধিক গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ০৯:০০
Share:

সফল: কলকাতা কাস্টমসের গোলদাতা রবি। ছবি আইএফএ।

দুরন্ত রবি হাঁসদা। গত বারের চ্যাম্পিয়ন রিয়াল কাশ্মীরকে হারিয়ে চমকে দিল কলকাতা কাস্টমস।

Advertisement

ইন্ডিয়ান অ্যারোজ়কে চূর্ণ করে আইএফএ শিল্ডে যাত্রা শুরু করেছিল রিয়াল কাশ্মীর।রবিবার দুপুরে ইস্টবেঙ্গল মাঠে দ্বিতীয় ম্যাচেই বিপর্যস্ত গত বারের চ্যাম্পিয়নরা। কলকাতা কাস্টমসের বিরুদ্ধে শুরুতে আক্রমণের ঝড় তুলেছিল কাশ্মীর। দল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলেন ফ্রান গঞ্জালেসরা। প্রথমার্ধের সংযুক্ত সময়ে (৪৫+২ মিনিট) গোল করে কলকাতা কাস্টমসকে এগিয়ে দেন রবি।

ফ্রানের নেতৃত্বে হার বাঁচাতে দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ঝাঁপান কাশ্মীরের ফুটবলাররা। একাধিক গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি তাঁরা। কলকাতা কাস্টমসের পরের ম্যাচ ইন্ডিয়ান অ্যারোজ়ের বিরুদ্ধে আগামী বুধবার।

Advertisement

আইএফএ শিল্ডে সোমবার: গোকুলম এফসি বনাম বিএসএস স্পোর্টিং ক্লাব (নৈহাটি স্টেডিয়াম), শ্রীনিধি এফসি বনাম ভবানীপুর ক্লাব (কল্যাণী স্টেডিয়াম)। সব ম্যাচ শুরু দুপুর দুটো থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement