Fire outside Football Stadium

ফুটবল ম্যাচ চলাকালীন পুলিশের বন্দুক থেকে গুলি ছিটকে লাগল সমর্থকদের বাসে

ফুটবল ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে থাকা একটি বাসে গুলি লেগেছে। পুলিশের বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি ছিটকে লাগে সেই বাসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৩ ১৭:৩৭
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

মাঠে তখন খেলা শুরু হয়ে গিয়েছে। মাঠের বাইরে দাঁড় করানো ছিল সমর্থকদের একটি বাস। নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মীর বন্দুক থেকে গুলি ছিটকে গিয়ে লাগে সেই বাসে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় স্টেডিয়ামের বাইরে।

Advertisement

ঘটনাটি ঘটেছে জার্মানির বুন্দেশলিগায় অগসবার্গ বনাম বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাকের ম্যাচের সময়। অগসবার্গের স্টেডিয়ামের বাইরে দাঁড় করানো ছিল মুনশেনগ্ল্যাডবাকের সমর্থকদের একটি বাস। সেই সময়ই গুলি চলে। এই প্রসঙ্গে একটি বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ‘‘এই ঘটনায় তিন পুলিশকর্মী মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু কেউ হতাহত হননি। গুলিতে বাসের ক্ষতি হয়েছে।’’

গুলি লাগার পরে বাসটির ছবি সমাজমাধ্যমে প্রকাশিত হয়েছে। যে ফ্যান ক্লাবের বাসটি ছিল তারা জানিয়েছে, ‘‘দুর্ঘটনাবশত পুলিশকর্মীর বন্দুক থেকে গুলি ছিটকে যায়। কিন্তু কারও গায়ে সেই গুলি লাগেনি। সেই সময় বাসে কেউ ছিল না।’’

Advertisement

এই ঘটনায় সাময়িক ভাবে উত্তেজনা ছড়ালেও তাতে খেলায় কোনও বিঘ্ন হয়নি। ৪-৪ গোলে শেষ হয় খেলা। অগসবার্গের হয়ে গোল করেন এলভিস রেক্সবেকাজ, ম্যাক্সিমিলিয়ান বাউয়ের, শেন মাইকেল ও রুবেন ভারগাস। অন্য দিকে মুনশেনগ্ল্যাডবাকের হয়ে জোড়া গোল করেন টমাস ভানকারা। বাকি দু’টি গোল কউ ইটাকুরা ও নাথান নউমউয়ের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement