UEFA Nations League

নেশনস লিগে বড় জয় জার্মানি, নেদারল্যান্ডসের, জিতল গ্রিস, এগিয়ে থেকেও হার ইউক্রেনের

উয়েফা নেশনস লিগে এগিয়ে থাকার সুবিধা কাজে লাগাতে পারল না ইউক্রেন। আলবেনিয়ার কাছে হেরে গেল তারা। বড় জয় পেল জার্মানি এবং নেদারল্যান্ডস। সহজ জয় গ্রিসেরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৫
Share:

জার্মানির ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: এক্স (টুইটার)।

উয়েফা নেশনস লিগে বড় জয় পেল জার্মানি এবং নেদারল্যান্ডস। হাঙ্গেরিকে ৫-০ গোলে হারাল জার্মানেরা। বসনিয়ার বিরুদ্ধে ৫-২ ব্যবধানে জিতল নেদারল্যান্ডস। শনিবার আরও দু’টি ম্যাচে জয় পেল গ্রিস এবং আলবেনিয়া।

Advertisement

জার্মানির আগ্রাসী ফুটবলের সামনে দাঁড়াতেই পারল না হাঙ্গেরি। প্রথমার্ধে কিছুটা লড়াই করলেও, দ্বিতীয়ার্ধে তারা স্রেফ উড়ে গেল। ২৭ মিনিটে নিকলাস ফুলক্রুগ এগিয়ে দেন জার্মানিকে। গোল শোধ করার জন্য হাঙ্গেরি চেষ্টা করলেও জার্মান রক্ষণ ভাঙতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে কোনও ঝুঁকি নিতে চায়নি জার্মানি। আগ্রাসী ফুটবল খেলে জয় নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামেন জুলিয়ান নাগেলসম্যানের ছেলেরা। ৫৭ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন জামাল মুসিয়ালা। ৯ মিনিট পর ৬৬ মিনিটে তৃতীয় গোল করেন ফ্লোরিয়ান রাইটজ়। ০-৩ ব্যবধানে পিছিয়ে পড়ার পর হাঙ্গেরির ফুটবলারেরা এক রকম হাল ছেড়ে দেন। তাতে অবশ্য জার্মানির আগ্রাসী ফুটবলে কোনও পরিবর্তন হয়নি। ৭৭ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল আলেকজান্দার পাভলোভিচের। ৮১ মিনিটে পেনাল্টি থেকে জার্মানির হয়ে পঞ্চম গোল করেন কাই হাভার্টজ়।

প্রায় জার্মানির মতো সহজ জয় পেল নেদারল্যান্ডসও। বসনিয়াকে ৫-২ ব্যবধানে হারাল তারা। ১৩ মিনিটেই দলকে এগিয়ে দেন জোসুয়া জ়ির্কজ়ি। ২৭ মিনিটে বসনিয়ার হয়ে সমতা ফেরান আর্মেদিন ডেমিরোভিচ। যদিও সমতা ধরে রাখতে পারেনি তারা। প্রথমার্ধের সংযুক্ত সময় নেদারল্যান্ডসকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন টিজানি রেন্ডার্স। বিরতির পর খেলার গতি আরও বৃদ্ধি করেন নেদারল্যান্ডসের ফুটবলারেরা। ৫৬ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল কডি গ্যাকপোর। তবে ৭৩ মিনিটে প্রতি আক্রমণে উঠে বসনিয়ার হয়ে ব্যবধান কমান এডিন ডেকো। তাতে অবশ্য খেলার ধরন বদলাননি নেদারল্যান্ডসের ফুটবলারেরা। ৮৮ মিনিটে চতুর্থ গোল করে দলের জয় কার্যত নিশ্চিত করে ফেলেন ওউট উইঘোর্স্ট। এর পর দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় দলের পক্ষে পঞ্চম গোল জ়াভি সিমোনসের।

Advertisement

প্রতিযোগিতার অন্য ম্যাচে ফিনল্যান্ডকে ৩-০ গোলে হারাল গ্রিস। ২৩ এবং ৭৬ মিনিটে গ্রিসের হয়ে জোড়া গোল করেন ফটিস লোনিদিস। এর মাঝে ৩৭ মিনিটে আত্মঘাতী গোল করে গ্রিসের ব্যবধান বাড়িয়ে দেন ফিনল্যান্ডের ডিফেন্ডার বেঞ্চামিন কালম্যান। অন্য দিকে, এগিয়ে থেকেও আলবেনিয়ার কাছে ১-২ গোলে হেরে গেল ইউক্রেন। ৪৯ মিনিটে ইউক্রেনের হয়ে গোল করেন ইউখিম কোনোপ্লিয়া। ৫৪ এবং ৬৬ মিনিটে আলবেনিয়ার পক্ষে গোল আর্ডিয়ান ইসমাজি এবং জাসির আসানির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement