Bhowanipore

মালয়েশিয়ায় লা লিগা যুব ফুটবলে চ্যাম্পিয়ন ভবানীপুর প্রো ইন্ডিয়া অ্যাকাডেমি

ইতিহাস ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া অ্যাকাডেমির। ভারতের প্রথম ক্লাব হিসাবে লা লিগা যুব প্রতিযোগিতায় (অনূর্ধ্ব-১৪) অংশ নিয়েই ট্রফি জিতল তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৪ ১৯:৩৬
Share:

ট্রফি নিয়ে ভবানীপুর দল। ছবি: ফেসবুক।

ইতিহাস ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া অ্যাকাডেমির। ভারতের প্রথম ক্লাব হিসাবে লা লিগা যুব প্রতিযোগিতায় (অনূর্ধ্ব-১৪) অংশ নিয়েই ট্রফি জিতল তারা। মালয়েশিয়ার হওয়ায় প্রতিযোগিতায় ফাইনালে তারা হারিয়েছে তাইল্যান্ডের ভাচিলারাই ইউনাইটেডকে।

Advertisement

গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই জিতেছিল ভবানীপুর। প্রথম ম্যাচে ওলে ফুটবল অ্যাকাডেমিকে ৩-০ গোলে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে জুনিয়র হকসকে ১২-০ গোলে হারায়। তৃতীয় ম্যাচে নন্দ ফুটবল অ্যাকাডেমিকে ৪-০ গোলে হারায়। চতুর্থ ম্যাচে লেস্তারি জুনিয়রকে ২-০ গোলে পরাজিত করে।

কোয়ার্টার ফাইনাল ভবানীপুর ৫-০ হারায় ডেস্টিনি এফসি-কে। সেমিফাইনালে সামনে ছিল লেস্তারি জুনিয়র। তাদের ১-০ হারায়। রবিবার দুপুর ২টো থেকে ফাইনাল খেলা ছিল। তাদেরও হারিয়ে ট্রফি জিতল ভবানীপুর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement