ছবি আইএসএল।
দক্ষিণের ডার্বিতে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে আশিক কুরুনিয়নই হতে পারতেন বেঙ্গালুরু এফসির জয়ের নায়ক। কিন্তু ম্যাচ শেষ হওয়ার দু’মিনিট আগে আত্মঘাতী গোল করে তিনি হয়ে গেলেন খলনায়ক!সঙ্গে রবিবারও গোল পেলেন না সুনীল ছেত্রী।
নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে ৪-২ চূর্ণ করে অষ্টম আইএসএলে যাত্রা শুরু করেছিল বেঙ্গালুরু। দ্বিতীয় ম্যাচে ওড়িশা এফসির কাছে ১-৩ হারেন সুনীলরা। রবিবার মর্যাদার দ্বৈরথে দু’দলই জয়ের জন্য মরিয়া থাকলেও প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ১১ মিনিটের মধ্যে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বেঙ্গালুরু। কিন্তু উদান্ত সিংহের পাস থেকে গোল করতে ব্যর্থ হন ক্লেটন সিলভা।
কেরলের নতুন কোচ সার্বিয়ার ইভান ভুকোমানোভিচের রণকৌশলে এই ম্যাচে কখনওই ভয়ঙ্কর হয়ে উঠতে পারেননি সুনীল। বাধ্য হয়ে ৬২ মিনিটে বেঙ্গালুরু অধিনায়ককে তুলে প্রিন্স ইবারাকে নামান কোচ মার্কো পেজ়াইউলি। এই নিয়ে টানা তিনটি ম্যাচে গোল পেলেন না সুনীল।
৮৪ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া আশিকের ডান পায়ের শট কেরল গোলরক্ষকের দু’হাতের ফাঁক দিয়ে গোলে ঢুকে যায়। ৮৮ মিনিটেই নাটকীয় ভাবে বদলে যায় ছবিটা। নিজেদের পেনাল্টি বক্সের মধ্যে থেকে বল বিপন্মুক্ত করতে গিয়ে গোলে ঢুকিয়ে দেন আশিক!
আত্মবিশ্বাসী চেন্নাইয়িন: গত মরসুমে আইএসএলে অষ্টম স্থানে শেষ করেছিল চেন্নাইয়িন এফসি। এ বার হায়দরাবাদ এফসিকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছেন রহিম আলিরা। আজ, সোমবার চেন্নাইয়িনের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। বলিউডের তারকা জন আব্রাহামের দল প্রথম ম্যাচে বেঙ্গালুরুর কাছে ২-৪ হেরেছিল।
আইএসএলে সোমবার: নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বনাম চেন্নাইয়িন এফসি (সন্ধে ৭.৩০, স্টার স্পোর্টস টু চ্যানেলে)।