Santosh Trophy

মহারাষ্ট্রকে হারিয়ে মূল পর্বে বাংলা

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে বাংলা। আট মিনিটের মধ্যেই ১-০ করেন সুরজিৎ হাঁসদা। ৩৯ মিনিটে বাংলাকে ২-০ এগিয়ে দেন দীপক কুমার রজক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ০৮:৪৪
Share:

বাংলার দুই গোলদাতা সুরজিৎ হাঁসদা এবং দীপক কুমার রজক। ছবি: আইএফএ।

অপ্রতিরোধ্য বাংলা। রবিবার কোলাপুরে মহারাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে সন্তোষ ট্রফির মূল পর্বে পৌঁছে গেল বিশ্বজিৎ ভট্টাচার্যের দল।

Advertisement

হরিয়ানাকে ৩-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করেন নরহরি শ্রেষ্ঠরা। দ্বিতীয় ম্যাচে দমন ও দিউয়ের বিরুদ্ধে জয় ৫-০ গোলে। তৃতীয় ম্যাচে মধ্যপ্রদেশকেও ৫-০ গোলে চূর্ণ করে বাংলা। চতুর্থ ম্যাচে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে জয় ২-০ গোলে। রবিবার গ্রুপের শেষ ম্যাচে মহারাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে পাঁচে পাঁচ করলেন রবি হাঁসদারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে বাংলা। আট মিনিটের মধ্যেই ১-০ করেন সুরজিৎ হাঁসদা। ৩৯ মিনিটে বাংলাকে ২-০ এগিয়ে দেন দীপক কুমার রজক। এর মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে কোলাপুরের ছত্রপতি সাহু স্টেডিয়ামের আবহ। ঘরের মাঠে ০-২ পিছিয়ে পড়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন মহারাষ্ট্রের সমর্থকরা। গ্যালারি থেকে মাঠে জলের বোতল, পাথর ছোড়েন তাঁরা। কয়েক মিনিট ম্যাচ বন্ধও থাকে। ৭৮ মিনিটে আরিফ শেখ ১-২ করলেও মহারাষ্ট্রের হার বাঁচাতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement