Bengal Football

Bengal Football: অসংখ্য সুযোগ নষ্ট, সিকিমকে কোনওমতে হারিয়ে সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলা

একের পর এক গোল করার সুযোগ এসেছিল ম্যাচে। কিন্তু একটি বাদে আর কোনও সুযোগই কাজে লাগাতে পারলেন না বাংলার ফুটবলাররা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২১ ১৯:৪৩
Share:

বাংলা-সিকিম ম্যাচের একটি মুহূর্ত। ছবি ফেসবুক

একের পর এক গোল করার সুযোগ এসেছিল ম্যাচে। কিন্তু একটি বাদে আর কোনও সুযোগই কাজে লাগাতে পারলেন না বাংলার ফুটবলাররা। তবে সন্তোষ ট্রফির মূলপর্বে যেতে একটি গোলই কাজে লাগল বাংলার। বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে সিকিমকে তারা হারিয়ে দিল ১-০ ব্যবধানে। ম্যাচের একমাত্র গোল করেন দিলীপ ওঁরাও।

Advertisement

বৃহস্পতিবার ম্যাচের প্রথম থেকেই আক্রমণের ঝড় তুলেছিলেন বাংলার ফুটবলাররা। মহীতোষ রায়, ফারদিন আলিরা একের পর এক সুযোগ তৈরি করছিলেন। তবে একইসঙ্গে মিস করছিলেন প্রচুর। শেষে ৪২ মিনিটে কাঙ্ক্ষিত গোল আসে। তুহিন দাসের সেন্টার থেকে সিকিমের জালে বল জড়ান দিলীপ।

দলের খেলায় খুশি নন বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য। তাঁর মতে, ছত্তীশগঢ়ের থেকে এই ম্যাচে দল বেশি ভাল খেলেছে। কিন্তু গোলের সুযোগ এ ভাবে নষ্ট করলে ভবিষ্যতে ভুগতে হবে। আগামী ৫ জানুয়ারি কেরলে শুরু হবে নকআউট পর্ব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement