বার্সার জার্সি গায়ে আগুয়েরো ফাইল চিত্র
খেলতে খেলতে বুকে ব্যথা হওয়ায় মাঠের মধ্যেই শুয়ে পড়েছিলেন বার্সেলোনার স্ট্রাইকার সের্খিও আগুয়েরো। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর হৃদযন্ত্র পরীক্ষা করে দেখা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টাইন তারকাকে।
বার্সার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘আগুয়েরোর হৃদযন্ত্রের পরীক্ষা করা হয়েছে। এ বার তাঁকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থাকতে হবে। আপাতত তিন মাস মাঠের বাইরে থাকবেন তিনি। এই সময়ের মধ্যে তাঁর শারীরিক অবস্থার উন্নতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
সোমবার একটি টুইট করে ভক্তদের আস্বস্ত করেন আগুয়েরো। তিনি বলেন, ‘আমি ভাল আছি। ধীরে ধীরে সুস্থ হচ্ছি। যাঁরা আমার জন্য প্রার্থনা করেছেন তাঁদের ধন্যবাদ।’
ম্যাঞ্চেস্টার সিটি থেকে বার্সেলোনায় আসার পরে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন এই তারকা ফুটবলার। শনিবার লা লিগায় আলাভেসের বিরুদ্ধে খেলা চলাকালীন বুকে ব্যথা অনুভব করেন তিনি। প্রথমার্ধের শেষ দিকে মাঠেই শুয়ে পড়েন আগুয়েরো। সঙ্গে সঙ্গে তাঁকে প্রাথমিক চিকিৎসা করে হাসপাতালে পাঠানো হয়। চলতি মাসে উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্টিনার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলাতেও মাঠে নামতে পারবেন না আগুয়েরো।