UEFA Champions League

চ্যাম্পিয়ন্স লিগে কঠিন লড়াই বার্সেলোনার সামনে, সহজ প্রতিপক্ষ পেল রিয়াল, ম্যান সিটি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সমস্যায় পড়তে চলেছে বার্সেলোনা। শেষ ষোলোয় ইটালির নাপোলির বিরুদ্ধে খেলবে তারা। তবে সহজ দল পেয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যান সিটির মতো দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩ ১৯:২১
Share:

চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি। ছবি: টুইটার।

লা লিগায় এমনিতেই তাদের সাম্প্রতিক অবস্থা খুব একটা ভাল নয়। এ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও সমস্যায় পড়তে চলেছে বার্সেলোনা। শেষ ষোলোয় ইটালির নাপোলির বিরুদ্ধে খেলবে তারা। ইটালির ঘরোয়া লিগে নাপোলি এখন পাঁচে রয়েছে ঠিকই। কিন্তু ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের সাম্প্রতিক ফর্ম বেশ ভাল। সোমবার উয়েফা যে সূচি প্রকাশ করেছে, সেখানে বার্সেলোনার পাশাপাশি কঠিন প্রতিপক্ষ পেয়েছে আতলেতিকো মাদ্রিদ।

Advertisement

গত বারের বিজয়ী ম্যাঞ্চেস্টার সিটি খেলবে কোপেনহাগেনের বিরুদ্ধে। দু’দলের শক্তির বিচারে সিটি অনেক এগিয়ে। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠা কার্যত তাদের নিশ্চিত। ইংল্যান্ডের আরেক ক্লাব আর্সেনাল খেলবে পোর্তোর বিরুদ্ধে। হ্যারি কেনের বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে ইটালির লাজিয়োর। চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দল রিয়াল মাদ্রিদ খেলবে জার্মানির আরবি লাইপজিগের বিরুদ্ধে।

কিলিয়ান এমবাপের প্যারিস সঁ জরমঁও সহজ প্রতিপক্ষ পেয়েছে। তারা খেলবে স্পেনের দল রিয়াল সোসাইদাদের বিরুদ্ধে। জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড খেলবে নেদারল্যান্ডসের পিএসভি আইন্দোভেনের বিরুদ্ধে।

Advertisement

বার্সেলোনা বাদে আরও একটি উত্তেজক ম্যাচ যদি এই পর্বে থাকে, সেটি হল ইন্টার মিলান বনাম আতলেতিকো মাদ্রিদের লড়াই। ইটালির ঘরোয়া লিগে এখন ইন্টার সবার উপরে রয়েছে। অন্য দিতে, স্পেনের লিগে আতলেতিকো রয়েছে চারে। দুই দলেরই অতীত সাফল্য রয়েছে। ফলে লড়াই মোটেই সহজ হবে না কোনও দলের কাছেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement