ঋষভ পন্থকে জড়িয়ে ধরলেন সঞ্জীব গোয়েন্কা। ছবি: এক্স।
হায়দরাবাদের মাঠেই গত বছর ভর্ৎসনা করেছিলেন লোকেশ রাহুলকে। সেই মাঠেই বৃহস্পতিবার জড়িয়ে ধরলেন ঋষভ পন্থকে। একই মাঠে দেখা গেল দুই ছবি। কেন্দ্রীয় চরিত্র সঞ্জীব গোয়েন্কা।
গত বছর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতে হয়েছিল লখনউ সুপার জায়ান্টসকে। সে বার লখনউয়ের অধিনায়ক ছিলেন রাহুল। দলের হার মানতে না পেরে মাঠেই তাঁকে ভর্ৎসনা করেছিলেন মালিক গোয়েন্কা। বুধবার তাঁর দল জিতেছে। হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে অধিনায়ক পন্থের দল। তাই জয়ের পর মাঠেই জড়িয়ে ধরলেন নতুন অধিনায়ককে। সঙ্গে মুখে চওড়া হাসি।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯০ রান তুলেছিল হায়দরাবাদ। লখনউয়ের বোলারেরা সে ভাবে জুটি গড়তে দেননি ট্রেভিস হেডদের। যার ফলে ২০০ রানের গণ্ডিও পার করতে পারেননি তাঁরা। সাধারণত হায়দরাবাদের মাঠে টি-টোয়েন্টি ক্রিকেটে অনায়াসে ২০০ রান ওঠে। সেটা বৃহস্পতিবার হয়নি। রান তাড়া করতে নেমে ২৩ বল বাকি থাকতে জয়ের রান তুলে নেয় লখনউ। নিকোলাস পুরানের ২৬ বলে ৭০ রানের ইনিংস হায়দরাবাদকে একপ্রকার উড়িয়ে দেয়। ডেভিড মিলার ছক্কা মেরে ম্যাচ জেতান। আর সেই সঙ্গে মাঠে নেমে আসেন গোয়েন্কা।
গত ম্যাচে বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হেরে গিয়েছিল লখনউ। তার পরেই মাঠে নেমে পন্থের সঙ্গে গোয়েন্কার কথা বলার ছবি ভাইরাল হয়। যদিও দু’জনে শান্ত ভাবে কথা বলছিলেন। তবে রাহুলের স্মৃতি ফিরতে সময় লাগেনি। বৃহস্পতিবারের রাতের ছবিটা যদিও একদম আলাদা। হাসিখুশি গোয়েন্কার প্রিয় পাত্র হয়ে উঠেছেন পন্থ।