IPL 2025

কলকাতাকে হারিয়ে রেকর্ড গড়ল মুম্বই, ভাঙল কেকেআরেরই নজির

কলকাতা নাইট রাইডার্সকে ৪৩ বল বাকি থাকতে ৮ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। যে ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়ল তারা। ভেঙে দিল কলকাতারই রেকর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১০:২১
Share:
MI vs KKR

ম্যাচ শেষে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারেরা। ছবি: পিটিআই।

এ বারের আইপিএলে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্সকে তারা ৪৩ বল বাকি থাকতে ৮ উইকেটে হারাল। যে ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়ল মুম্বই। ভেঙে দিল কলকাতারই রেকর্ড।

Advertisement

সোমবারের ম্যাচটি ছিল ওয়াংখেড়েতে। যে মাঠে মুম্বই ৫৩তম ম্যাচ জিতল। আইপিএলের কোনও দলের একটি মাঠে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড এটি। ভেঙে গেল কেকেআরের রেকর্ড। একটি মাঠে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডটি ছিল কলকাতার। ইডেনে ৫২টি ম্যাচ জিতেছে তারা। যে রেকর্ড ভেঙে গেল সোমবার।

এ বারের আইপিএল শেষে এই রেকর্ড আবার ভেঙে যেতে পারে। কেকেআর এবং মুম্বইয়ের ঘরের মাঠে ছ’টি করে খেলা বাকি। সেই সঙ্গে চেন্নাই সুপার কিংস চিপকে ৫১টি ম্যাচ জিতেছে। ফলে তাদেরও সুযোগ রয়েছে বাকি দু’জনকে টপকে যাওয়ার।

Advertisement
GFX

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কলকাতার পরের ম্যাচ ইডেনে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে তারা। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও ৮ এপ্রিল কলকাতায় খেলবে কেকেআর। মুম্বইয়ের পরের ম্যাচ লখনউয়ের বিরুদ্ধে সেটি ঘরের মাঠে নয়। ফলে মুম্বই ঘরের মাঠে পরের ম্যাচ খেলতে নামার আগেই কেকেআর তাদের টপকে যেতে পারে।

ওয়াংখেড়েতে কলকাতাকে ১০ বার হারিয়েছে মুম্বই। একটি মাঠে কোনও নির্দিষ্ট দলের বিরুদ্ধে এটাই সবচেয়ে বেশি জয়। এর আগে কলকাতা ইডেনে পঞ্জাব কিংসকে ৯ বার হারিয়েছিল। সেই রেকর্ডও ভেঙে গেল সোমবার।

ম্যাচে প্রথমে ব্যাট করে ১১৬ রান করে কলকাতা। অশ্বনী কুমার অভিষেক ম্যাচেই চার উইকেট নেন। মুম্বইয়ের এই বাঁহাতি পেসারের দাপটেই চাপে পড়ে যায় কলকাতা। অল্প রান তাড়া করতে নেমে মুম্বই মাত্র দু’উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement