লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।
শেষ মুহূর্তের গোলে হেরে গেলেন লিয়োনেল মেসিরা। প্রথমার্ধে ডেভিড মার্তিনেজের গোলে এগিয়ে গিয়েও এমএলএস কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের কাছে ১-২ গোলে হারল ইন্টার মায়ামি। প্রথম প্লেঅফে ১-০ ব্যবধানে জিতেছিলেন মেসিরা। শনিবার জিতলেই প্রতিযোগিতার সেমিফাইনালে উঠে যেতেন তাঁরা। কিন্তু ম্যাচ হারায় অপেক্ষা করতে হবে তৃতীয় প্লেঅফের জন্য। আগামী ১০ নভেম্বর যারা জিতবে তারা পৌঁছে যাবে প্রতিযোগিতার শেষ চারে।
আটলান্টার মাঠে মেসিদের খেলা দেখতে এসেছিলেন প্রায় ৭০ হাজার মানুষ। মায়ামি হারায়, তাঁদের অনেকেই হতাশ হয়েছেন। প্রথম থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছিল দু’দলের লড়াই। শুরুতেই ৩ মিনিটের মাথায় গোলের সুযোগ পেয়েছিল মায়ামি। প্রতিপক্ষের গোলরক্ষক সেই চেষ্টা ব্যর্থ করে দেন। ২২ মিনিটে গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন মেসিও। তিনিও দলকে এগিয়ে দিতে পারেননি। গোল করার একাধিক সুযোগ নষ্ট করেন আটলান্টার ফুটবলারেরাও। ৪০ মিনিটে গোলরক্ষকের ভুলে পিছিয়ে পড়ে আয়োজকেরা। গোল কিক নিতে গিয়ে তিনি বল দিয়ে দেন মায়ামির ফ্রেডরিকো রেডোন্ডোকে। তিনি বল দেন মার্তিনেজকে। গোল করতে ভুল করেননি মায়ামির সেন্টারব্যাক।
বিরতির পর দু’বার ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল মায়ামি। ৫৫ মিনিটে দলের পতন রোখেন আটলান্টার গোলরক্ষক। ৫৮ মিনিটে ফ্রিকিক থেকে গোল করে আটলান্টাকে সমতায় ফেরান উইলিয়ামস। ১-১ হওয়ার পর দু’দলই একাধিক সহজ সুযোগ নষ্ট করে। এক দম শেষবেলায় সংযুক্ত সময় বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল করে আটলান্টার জয় নিশ্চিত করেন পর্তুগিজ স্ট্রাইকার সিলভা।