Champions League 2024-25

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়ালকে ৩ গোলে হারাল আর্সেনাল, হার বায়ার্নের

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে হারাল আর্সেনাল। অপর ম্যাচে ইন্টার মিলানের কাছে হারতে হল বায়ার্ন মিউনিখকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১১:২১
Share:

হারের পর হতাশ রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স।

দিনটা ভাল গেল না ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী ক্লাব রিয়াল মাদ্রিদের। অ্যাওয়ে ম্যাচে আর্সেনালের কাছে ০-৩ গোলে হারল তারা। রিয়ালের এক ফুটবলার লাল কার্ডও দেখলেন। অপর ম্যাচে বায়ার্ন মিউনিখকে ধাক্কা দিল ইন্টার মিলান। তাদের ঘরের মাঠে গিয়ে বায়ার্নকে ২-১ গোলে হারাল ইন্টার।

Advertisement

আর্সেনালের ঘরের মাঠে দাঁড়াতেই পারল না রিয়াল। গোটা ম্যাচে দাপট দেখাল ইংল্যান্ডের ক্লাব। প্রথমার্ধে কোনও গোল না হলেও আর্সেনালের খেলা দেখে বোঝা যাচ্ছিল, গোল আসতে চলেছে। হলও তাই। ৫৮ মিনিটে ফ্রি কিক থেকে প্রথম গোল করেন ডেকলান রাইস। ৭০ মিনিটের মাথায় আবার ফ্রি কিক থেকেই নিজের ও দলের দ্বিতীয় গোল করেন রাইস। পাঁচ মিনিট পরে ব্যবধান ৩-০ করেন স্পেনের ফুটবলার মিকেল মেরিনো। স্পেনের ক্লাব রিয়ালকে আরও সমস্যায় ফেললেন তিনি। কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যামেরা শুরু থেকে খেললেও কোনও প্রভাব ফেলতে পারলেন না।

হারের পাশাপাশি শেষ দিকে বড় ধাক্কা খান রিয়ালের কোচ কার্লো আনচেলোত্তি। সংযুক্তি সময়ে লাল কার্ড দেখেন দলের গুরুত্বপূর্ণ ফুটবলার এডুয়ার্ডো কামাভিঙ্গা। ফলে ফিরতি পর্বের ম্যাচে তাঁকে পাবে না রিয়াল। এই পরিস্থিতি থেকে সরাসরি জিতে সেমিফাইনালে উঠতে হলে ঘরের মাঠে অন্তত চার গোলের ব্যবধানে জিততে হবে রিয়ালকে। অন্তত তিন গোলের ব্যবধানে জিতলে টাইব্রেকারে হবে ফয়সলা। তবে তা বাস্তবে করা কঠিন। এমবাপে, ভিনিসিয়াসদের সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে।

Advertisement

দিনের অপর কোয়ার্টার ফাইনালে জার্মানির ক্লাব বায়ার্নকে তাদের ঘরের মাঠে হারিয়েছে ইটালির ক্লাব ইন্টার মিলান। প্রথমার্ধে ৩৮ মিনিটের মাথায় ইন্টারকে এগিয়ে দেন আর্জেন্টিনার ফুটবলার লাউতারো মার্তিনেস। গোল শোধ করার মরিয়া চেষ্টা করে বায়ার্ন। অবশেষে ৮৫ মিনিটে গোল করেন টমাস মুলার। এটিই বায়ার্নে তাঁর শেষ মরসুম। দলের হয়ে আরও একটি ট্রফি জেতার চেষ্টা করছেন তিনি। তবে মুলারের গোলে শেষরক্ষা হয়নি। তিন মিনিট পরে গোল করে ইন্টারের ডেভিড ফ্রাত্তেসি। ২-১ গোলে জিতে মাঠ ছাড়ে ইন্টার। ফিরতি পর্বে ইটালির মাঠে কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে বায়ার্নকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement