বিশ্বকাপে ফার্নান্ডেজ়ের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত মেসি। ছবি: টুইটার।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তরুণ মিডফিল্ডার এনজ়ো ফার্নান্ডেজ়। প্রতিযোগিতার সেরা ফুটবলারের পুরস্কারও পেয়েছেন ২১ বছরের ফার্নান্ডেজ়। বিশ্বকাপের সাফল্য পেশাদার ফুটবলে তাঁর দর বাড়িয়েছে। বিশ্বের প্রথম সারির একাধিক ক্লাব পেতে চাইছে লিয়োনেল মেসির প্রতিভাবান সতীর্থকে।
২০২২ সাল থেকে পর্তুগালের ক্লাব বেনফিকায় খেলছেন ফার্নান্ডেজ়। রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, লিভারপুল ফার্নান্ডেজ়কে দলে নিতে আগ্রহী। তাঁর এজেন্টের সঙ্গে কথাও শুরু করেছে। একাধিক ক্লাবের ল়ড়াইয়ের সুবাদে বাড়তে শুরু করেছে তাঁর বাজার দর।
তাঁকে নিয়ে আগ্রহ তৈরি হওয়ার কথা অজানা নয় বিশ্বকাপের সেরা তরুণ ফুটবলারের। যদিও ভবিষ্যৎ নিয়ে ভেবে রাতের ঘুম নষ্ট করতে রাজি নন তিনি। ফার্নান্ডেজ় বলেছেন, ‘‘আমার ভবিষ্যৎ বা প্রস্তাবগুলো সম্পর্কে কিছুই জানি না। আমার প্রতিনিধি কথা বলছেন। তিনি সবটা দেখছেন। এই বিষয়টার মধ্যে আমি ঢুকতে চাই না। আপাতত আমার ভাবনায় শুধু বেনফিকা। শুক্রবার আমাদের খেলা রয়েছে। তার প্রস্তুতিতে ব্যস্ত রয়েছি।’’
ফার্নান্ডেজ়ের ঘনিষ্ঠ এক সাংবাদিক বলেছেন, ‘‘বেনফিকা এখনই ফার্নান্ডেজ়কে ছাড়তে রাজি নয়। অন্তত এই মরসুমের শেষ পর্যন্ত ওকে ধরে রাখতে চাইছে। এটা ঠিক, একাধিক বড় ক্লাব ওকে পেতে মরিয়া হয়ে উঠেছে। বেনফিকাও ওকে ধরে রাখতে মরিয়া।’’
ফার্নান্ডেজ়ের প্রশংসা করেছেন মেসিও। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘ওর সাফল্যে আমি বিস্মিত নই। কারণ ওকে অনেক দিন ধরে চিনি। চ্যাম্পিয়ন্স লিগে ওর বিরুদ্ধে খেলেছি। এক সঙ্গে অনুশীলন করেছি। অসম্ভব ভাল তরুণ ফুটবলার। আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। অবশ্যই যে কোনও বড় ক্লাবের জার্সির যোগ্য।’’