Carlos Tevez

Carlos Tevez: বাবার মৃত্যুতে বিধ্বস্ত, খেলাই ছেড়ে দিলেন মেসির প্রাক্তন সতীর্থ

গত এক বছর ধরে কোনও ক্লাব পাচ্ছিলেন না। বাবার মৃত্যুতে মানসিক ভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন। বাধ্য হয়ে ফুটবল খেলাই ছেড়ে দিলেন কার্লোস তেভেজ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুন ২০২২ ১৩:৫৯
Share:

তেভেজের অবসর ফাইল ছবি

গত এক বছর ধরে কোনও ক্লাব পাচ্ছিলেন না। বাবার মৃত্যুতে মানসিক ভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন। বাধ্য হয়ে ফুটবল খেলাই ছেড়ে দিলেন কার্লোস তেভেজ। আর্জেন্টিনার এক টিভি চ্যানেলে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন দু’বার বিশ্বকাপ খেলা এবং অলিম্পিক্সে সোনাজয়ী দলের সদস্য এই ফুটবলার। খেলেছেন লিয়োনেল মেসির সঙ্গেও।

Advertisement

আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, তেভেজ এক সময় দু’টি স্তরেই চুটিয়ে খেলেছেন। বক্সের মধ্যে তাঁর ক্ষিপ্রতা এবং গোল করার দক্ষতা বার বার প্রশংসিত হয়েছে। জীবনের শেষ পর্যায়ে ফিরে গিয়েছিলেন আর্জেন্টিনায়। কিন্তু ২০২১-এর ফেব্রুয়ারিতে বাবা সেগুন্দো রাইমুন্দোর মৃত্যু মানসিক ভাবে ভেঙে দিয়েছিল তেভেজকে। জন্মের আগেই তাঁর আসল বাবা মারা গিয়েছিলেন। সেগুন্দোই তখন তেভেজকে দত্তক নেন। জীবনের শেষ দিন পর্যন্ত তেভেজের পাশে ছিলেন তিনি।

গত বছর জুনে বোকা জুনিয়র্স দল থেকে নিজেকে সরিয়ে নেন তেভেজ। তখন বলেছিলেন, “নিজের সবচেয়ে বড় সমর্থককে হারিয়ে ফেললাম। খেলার ইচ্ছেই চলে গিয়েছে। তাই খেলা ছেড়ে দিয়েছি। আট বছর বয়স থেকে নিয়মিত আমার খেলা দেখেছেন উনি। গোটা পরিবারের কাছে খুব কঠিন সময়।”

Advertisement

বোকা জুনিয়র্স থেকে ফুটবলজীবন শুরু করেছিলেন তেভেজ। মাঝে ওয়েস্ট হ্যাম ঘুরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেন। দু’বছর সেখানে কাটিয়ে যোগ দেন ম্যাঞ্চেস্টার সিটিতে। রাতারাতি লাল ম্যাঞ্চেস্টার সমর্থকদের কাছে খলনায়ক হয়ে যান। খেলেছেন জুভেন্টাসেও। ২০১৫-য় বোকা জুনিয়র্সে ফেরেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement