ফিফার সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন এমিলিয়ানো মার্তিনেস। —ফাইল চিত্র
কলকাতায় পেলে, দিয়েগো মারাদোনা, লিয়োনেল মেসি, কাফু এসেছিলেন। এ বার আসতে পারেন এমিলিয়ানো মার্তিনেস। বিশ্বকাপজয়ী গোলরক্ষককে রিষড়ায় আনার চেষ্টা করছেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। তিনিই এর আগে পেলে, মারাদোনা, কাফুর মতো বিশ্বকাপজয়ী ফুটবলারকে ভারতে এনেছিলেন। এ বার চেষ্টা করছেন মার্তিনেসকে আনার।
এখনও যদিও কোনও কিছুই ঠিক হয়নি। প্রাথমিক কথা হয়েছে মাত্র। আনন্দবাজার অনলাইনকে শতদ্রু বললেন, “আমি চেষ্টা করছি মার্তিনেসকে নিয়ে আসার। খুবই কঠিন। কথা চলছে। আগামী দু’এক সপ্তাহের মধ্যে বুঝতে পারব কী হতে চলেছে।” মার্তিনেস এখন ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার হয়ে খেলতে ব্যস্ত। সেই লিগ শেষ হওয়ার পর তাঁকে আনা হতে পারে। বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারানোর পিছনে মার্তিনেসের হাত ছিল। টাইব্রেকারে তিনিই আর্জেন্টিনার দুর্গরক্ষা করেন। মেসির হাতে বিশ্বকাপ তুলে দেওয়ার পিছনে বড় ভূমিকা রয়েছে তাঁর।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতেন মার্তিনেস। ফাইনালে টাইব্রেকারে গিয়ে ফ্রান্সকে হারান তাঁরা। নির্ধারিত সময় দুই দল সমান গোল করেছিল। টাইব্রেকারে ফ্রান্সের কোম্যান, চুয়ামেনির শট বাঁচিয়ে দেন মার্তিনেস। ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। মেসির হাতে ওঠে বিশ্বকাপ।
বিশ্বকাপ জয়ের পর থেকে যদিও মার্তিনেস চর্চায় চলে আসেন তাঁর অঙ্গভঙ্গির জন্য। ফ্রান্সের কিলিয়ান এমবাপেকে কটাক্ষ করে বিতর্কে জড়ান তিনি। পরে যদিও নিজের সেই অঙ্গভঙ্গির ব্যাখ্যাও করেছিলেন মার্তিনেস।