বিশ্বকাপ হাতে লিয়োনেল মেসি। ছবি: সমাজমাধ্যম।
মঙ্গলবার রাতে ব্রাজিলকে ঘরের মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের টিকিটও আদায় করে নিয়েছে তারা। তবে ব্রাজিল ম্যাচের মতো বিশ্বকাপেও লিয়োনেল মেসিকে ছাড়া খেলতে হবে কি না, সেই প্রশ্ন উঠছে। ম্যাচের পর উত্তর দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি।
চোটের কারণে ব্রাজিলের বিরুদ্ধে খেলেননি মেসি। তাঁকে ছাড়াই চিরশত্রুকে লজ্জার হার উপহার দিয়েছে আর্জেন্টিনা।
মেসি বিশ্বকাপ খেলবেন কি না, সেই প্রশ্নের জবাবে স্কালোনি বলেছেন, “দেখা যাক কী হয়। এখনও অনেক সময় রয়েছে। আমাদের উচিত প্রতিটা ম্যাচ ধরে ধরে এগোনো। না হলে গোটা বছর ধরে একই কথা বলে যেতে হবে। আপাতত মেসিকে একা ছেড়ে দিতে চাই আমরা। মেসিই সিদ্ধান্ত নিক যে ও কী করবে। এটা নিয়ে এত হইচই করার কোনও মানে নেই।”
মেসিকে ছাড়াই ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্টিনার দাপট দেখে অবাক অনেকে। তবে আর্জেন্টিনার ফুটবলারেরা মনে করেন, মেসি থাকলে জয়ের স্বাদ আরও মধুর হত। জুলিয়ান আলভারেজ় বলেছেন, “মেসি থাকলে আমরা হয়তো আরও দু’-তিনটে গোল বেশি দিতাম।”
একই কথা বলেছেন মিডফিল্ডার রদ্রিগো দি পলও। তাঁর মন্তব্য, “আমাদের দলের ১০ নম্বর যখন থাকে, তখন আমরা নিজেদের সেরা খেলাটা খেলি। কারণ সে বিশ্বের সেরা ফুটবলার।” নাম না করলেও এখানে তিনি মেসিকেই বোঝাতে চেয়েছেন।
মেসি আপাতত রয়েছেন মায়ামিতে নিজের বাড়িতেই। আর্জেন্টিনার জয়ের পর সমাজমাধ্যমে বার্তা লিখে প্রত্যেক ফুটবলারকে অভিনন্দনও জানিয়েছেন।