Xavi Hernandez

ড্র করেও বার্সেলোনা শীর্ষে, লেয়নডস্কিকে নিয়ে চিন্তিত জ়াভি

২৯ ম্যাচের পরে ৭৩ পয়েন্ট নিয়ে টেবলের শীর্ষেই রয়েছে বার্সেলোনা। সমসংখ্যক ম্যাচ খেলে ৬২ পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়েছে রিয়াল। কিন্তু দুশ্চিন্তা কাটছে না ম্যানেজার জ়াভির।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ০৯:০৬
Share:

রবিবার লা লিগায় জ়াভি হার্নান্দেসের দল গোলশূন্য ড্র করেছে খেতাফের বিরুদ্ধে। ফাইল ছবি।

পয়েন্ট তালিকার দিকে তাকালে হয়তো উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। কিন্তু কোপা দেল রে ট্রফিতে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর থেকেই কেমন যেন ছন্দপতন হয়ে গিয়েছে বার্সেলোনার! রবিবার লা লিগায় জ়াভি হার্নান্দেসের দল গোলশূন্য ড্র করেছে খেতাফের বিরুদ্ধে।

Advertisement

২৯ ম্যাচের পরে ৭৩ পয়েন্ট নিয়ে টেবলের শীর্ষেই রয়েছে বার্সেলোনা। সমসংখ্যক ম্যাচ খেলে ৬২ পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়েছে রিয়াল। কিন্তু দুশ্চিন্তা কাটছে না ম্যানেজার জ়াভির। ম্যাচের পরে তিনি বলেছেন, ‘‘দল মোটেই ভাল খেলতে পারেনি। হঠাৎ করে ছন্দপতনের কারণটা কী, সেটা আমার কাছে স্পষ্ট নয়। এটা নিয়ে কথা বলতে হবে ফুটবলারদের সঙ্গে।’’ বিশেষ করে, পোল্যান্ড তারকা রবার্ট লেয়নডস্কির ফুটবল নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না প্রাক্তন স্পেনীয় তারকা। তিনি বলেছেন, ‘‘লেয়নডস্কি অবশ্যই খুব উঁচু মানের ফুটবলার। আমার দলের তরুণদের কাছে ও এক বড় প্রেরণা। ফলে আমি ওর থেকে সব ম্যাচেই গোল আশা করি। আশা করি, ও আবার ছন্দে ফিরবে।’’

এ দিকে, ২০০১-১৮ সালের মধ্যে আর্থিক দুর্নীতি নিয়ে প্রবল চাপে রয়েছে বার্সেলোনা। সোমবার প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তা জানান, ক্লাবের পক্ষ থেকে তদন্তে প্রমাণিত হয়েছে, কোনও দুর্নীতি হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement